বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার দুপুরে বর্ধমান শহরের জনবহুল অভিজাত এলাকা খোসবাগানে একটি চার মাসের কুকুরের বাচ্চাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে খুন করার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বর্ধমান থানায় এফআইআর দায়ের করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শুক্রবারই বর্ধমানের ভয়েস ফর দ্য ভয়েসলেস পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে এব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের সভাপতি অভিজিৎ মুখার্জী জানিয়েছেন, শুক্রবার খোসবাগান এলাকার বাসিন্দা রেশমী ঘোষ তাঁদের কাছে একটি লিখিত অভিযোগ করে জানান, খোসবাগান এলাকার বর্ধমান পলিক্লিনিক এণ্ড ডায়গনষ্টিক সেণ্টারের মালিকের প্ররোচনায় ওই সেণ্টারের এক কর্মী ৪ মাসের ওই কুকুরের বাচ্চাটিকে দোতলার ছাদ থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে। রাস্তায় পড়ার পরই কুকুরের বাচ্চাটির ফুসফুস ফেটে মারা যায়। নারকীয় এই ঘটনায় রেশমী ঘোষ তাঁদের কাছে লিখিত অভিযোগ জানানোর পরই তাঁরা কুকুরের বাচ্চাটিকে উদ্ধার করে বর্ধমান থানায় নিয়ে যান এবং সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে শনিবার কুকুর বাচ্চাটির ময়না তদন্তও করা হয়েছে। অভিজিৎবাবু জানিয়েছেন, তাঁরা নারকীয় ঘটনার শেষ দেখে ছাড়়বেন। তিনি জানিয়েছেন, তাঁরা খবর নিয়ে দেখেছেন ওই কুকুরের বাচ্চাটি ওই পলিক্লিনিকের দরজার সামনে শুয়ে থাকত। আর সেটাই ছিল তার অপরাধ। অভিজিৎবাবু জানিয়েছেন, এই ঘটনার বিচার পাওয়ার জন্য এবং পশুদের ওপর অত্যাচারের এই ঘটনায় তাঁরা যতদূর যেতে হয় যাবেন। অন্যদিকে, বর্ধমানথানা সূত্রে জানা গেছে, এব্যাপারে একটি কেস রুজু করে তদন্ত শুরু হয়েছে। এখনও কোনো গ্রেপ্তারের খবর মেলেনি। অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
Tags animal shelter brutal murder Dog Voice For The Voiceless Voice For Voiceless পশুপ্রেমী সংস্থা ভয়েস ফর দ্য ভয়েসলেস ভয়েস ফর ভয়েসলেস
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …