Breaking News

বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান

A discussion on 'Role of Media in a Democratic State' was organized under the initiative of Bengal Pakshik Patrika samity.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির উদ্যোগে বর্ধমানে আয়োজিত হলো ‘গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা। রবিবার এই আলোচনাসভার উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির চেয়ারম্যান বৈদ্যনাথ কোঙার, সভাপতি রনেন শীল, সাধারণ সম্পাদক পরিতোষ শীল প্রমুখ। বর্ধমানের গুডশেড রোডে লায়ন্স ক্লাবের সভাগৃহে আয়োজিত আলোচনা সভায় রনেন শীল জানিয়েছেন, এদিন তাঁদের সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়। আর এই সাধারণ সভা উপলক্ষ্যেই এদিন আলোচনাসভা এবং বিশিষ্ট জনদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়। পরিতোষ শীল জানিয়েছেন, এদিন তাঁরা সংগঠনের পক্ষ থেকে পরেশচন্দ্র সরকার, কাকলি তা গুপ্ত, সাংবাদিক ধনঞ্জয় ব্যানার্জী, অনুপম চ্যাটার্জী, রনেন শীল ও শুভেন্দু বর্মনকে সম্বোর্ধিত করেছেন। বৈদ্যনাথ কোঙার জানিয়েছেন, এদিনের সাধারণ সভার মাধ্যমে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে চেয়ারম্যান বৈদ্যনাথ কোঙার, সাধারণ সম্পাদক পরিতোষ শীল, সভাপতি হয়েছেন তুষার কান্তি মুখোপাধ্যায়।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *