জামালপুর (পূর্ব বর্ধমান) :- পাচারের সময় একটি চারচাকা গাড়ি আটকে প্রচুর পরিমাণ চোলাই উদ্ধার করেছে জামালপুর থানার পুলিস। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সুরজিৎ বাগ ও সুশান্ত রুইদাস। হুগলির সিঙ্গুর থানার মির্জাপুর-বাঁকিপুরে সুরজিৎ-এর বাড়ি। অপরজনের বাড়ি জামালপুর থানার ধাপধাড়ায়। পুলিস জানিয়েছে, সোমবার রাতে জামালপুর-চকদিঘি রোড ধরে একটি গাড়ি আসছিল। সন্দেহ হওয়ায় মাধবপুর মোড়ের কাছে পুলিস গাড়িটিকে আটকায়। গাড়িতে থাকা ৫ টি ড্রামে ১ হাজার ৫০ লিটার চোলাই ছিল। সেগুলি বাজেয়াপ্ত করে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও পুলিস বাজেয়াপ্ত করেছে।
অন্যদিকে, জামালপুর থানার দুই সীমানা বাঁধ এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে চোলাই উদ্ধার করেছে পুলিস। চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে শংকর সিংকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, বাড়িতে মজুত করে চোলাই বিক্রির খবর পেয়ে সোমবার রাতে শংকরের বাড়িতে হানা দেওয়া হয়। বাড়ি থেকে দু’টি জ্যরিকেনে মজুত করে রাখা ২০ লিটার চোলাই উদ্ধার হয়েছে। দু’টি ঘটনায় ধৃত ৩ জনকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। শংকরের জামিন মঞ্জুর করেন সিজেএম। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১১ জানুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।
Tags illegal liquor liquor
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …