বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের বর্ধমান সংশোধনাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। চলতি বছরে কয়েকজন বিচারাধীন ও সাজাপ্রাপ্তের মৃত্যু হয়েছে। স্বাভাবিক ভাবেই এনিয়ে প্রশ্ন উঠছে। মৃতের নাম শিশির মণ্ডল (৫১)। কালনা থানা এলাকায় তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে সংশোধনাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা। বন্দি মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন সিজেএম। বন্দি মৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ জানতে মৃতদেহের ময়না তদন্ত করিয়েছে পুলিস। শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে মৃতদেহের ময়না তদন্ত হয়েছে। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে কালনা থানার একটি মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …