রায়না (পূর্ব বর্ধমান) :- শ্যালিকাকে মারধর ও তাঁর মাথার চুল কেটে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিশ। ধৃতের নাম দীননাথ বাগ। রায়না থানার হিজলনায় তার বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিস। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ৫ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিশ জানিয়েছে, হিজলনাতেই দীননাথের শ্যালিকার বাড়ি। সোমবার রাত ১২টা নাগাদ শ্যালিকাকে ফোন করে দীননাথ। বিপদে পড়ার কথা বলে শ্যালিকাকে বাড়ির বাইরে আসতে বলে সে। ফোন পেয়ে শ্যালিকা ঘরের বাইরে বের হন। সেই সময় গলায় ছুরি ধরে তাকে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায় দীননাথ। সেখানে নিয়ে গিয়ে শ্যালিকাকে মারধর করে সে। শ্যালিকার মাথার চুল কেটে দেয় অভিযুক্ত। কুকুরের ডাকাডাকিতে আশপাশের লোকজন সেখানে চলে আসেন। তাদের দেখতে পেয়ে দীননাথ পালায়। ঘটনার দিনই পুলিশে অভিযোগ দায়ের করেন দীননাথের শ্যালিকা।
Tags Arrest Barddhaman Bardhaman Bôrdhoman Raina শ্যালিকা
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …