বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পুজোর মুখে ডেঙ্গুর আক্রমণ ঠেকাতে এবার গোটা জেলা জুড়ে ব্যাপক প্রচারে নামলো পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে। প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের নথিভুক্ত লোকশিল্পীরা গানের মাধ্যমে প্রচার করছেন। শারদীয়া উৎসবে মানুষ যাতে সচেতন থাকেন এবং সুস্থ থাকেন সেই লক্ষ্যে এই প্রচার। লোকশিল্পী গানের পাশাপাশি লিফলেট বিলি করছেন পথ চলতি মানুষদের। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মাধ্যমে র্যালি করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সব মিলিয়ে ২০০ জনের অধিক লোকশিল্পীকে এই কাজে নিযুক্ত করা হয়েছে। ডেঙ্গু সচেতনতা গান সমস্ত পুজো কমিটিদের প্রচারের জন্য দেওয়া হয়েছে। লোকশিল্পী মনিদীপা মজুমদার, অসিত মুখার্জি, সুধীর রায়, পলাশ হাজরা, প্রণব রায়-সহ বিভিন্ন শিল্পীরা এই ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা মূলক প্রচার করে চলেছেন। এর জন্য শিল্পী পিছু ১০০০ টাকা সাম্মানিক প্রদান করা হবে। পুজোর মুখে এই ধরনের অনুষ্ঠান পেয়ে খুশি জেলার শিল্পীরা। অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানিয়েছেন, গতবছরও এই সময়কালে যখন ডেঙ্গুর প্রকোপ হাজার ছাড়িয়ে গিয়েছিল, এবছর তা এখন দাঁড়িয়েছে ৫৫৬ তে। তিনি জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে এবছর তাঁরা অনেক আগে থেকেই মাঠে নেমেছিলেন। তিনি জানিয়েছেন, ইতোমধ্যেই পূর্ব বর্ধমান জেলার এই সফলতাকে রাজ্য স্বীকৃতি দিয়েছে। পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, তুলনামূলক এই সময় অন্য বছরের তুলনায় পূর্ব বর্ধমান জেলায় ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …