বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামীকাল বৃহস্পতিবার বর্ধমানের খন্ডঘোষ থানার উখরিদে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। উখরিদ কলেজ সংলগ্ন মাঠে দুপুর ১ টা নাগাদ এই সভা হওয়ার কথা। স্থানীয় তৃণমুল নের্তৃত্বের দাবী তীব্র রোদ উপেক্ষা করেও প্রায় ৫০ হাজার লোক সমাগম হবে এই সভায়। রবিবার রাতেই খন্ডঘোষের আলিপুরে খুন হয়েছেন কামরুল সেখ। কামরুলের রাজনৈতিক পরিচয় নিয়ে চলছে টালবাহানাও। মৃতের পরিবারের দাবী কামরুল সেখ তৃণমূল করতেন। অন্যদিকে তৃণমুলের একাংশের পাশাপাশি সিপিএমের দাবী কামরুল সিপিএমের কর্মী ছিলেন। মৃত কামরুলের রাজনৈতিক পরিচয়ের এই দড়ি টানাটানির মাঝেই অভিষেকের সভা নিয়ে তাই বাড়তি সতর্কতার সংগে তিনি কি বলেন তার দিকেই তাকিয়ে খন্ডঘোষের মানুষ। এদিকে, আগামী রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার ভোট। বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভাতেও তাই ভোট। আর খণ্ডঘোষ বিধানসভার এই ভোট নিয়েই এবার রীতিমত যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বুধবার বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কমাণ্ডাণ্টরাও। জেলাশাসক জানিয়েছেন, এই কেন্দ্রের ২৭১টি বুথের ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই কেন্দ্রীয় বাহিনী আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করা হয়েছে। এই বিধানসভা এলাকায় যাতে কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয় তার জন্য সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, এই ২৭১ টি বুথের মধ্যে খন্ডঘোষ থানা এলাকায় রয়েছে ১৭০টি বুথ। মোট দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বুথগুলি থাকছে। বাকি সাতটি পঞ্চায়েত এলাকার ১০১টি বুথ থাকবে গলসী থানা এলাকায়। ১৭টি সেক্টর থাকছে। জেলাশাসক জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে ২–৩টি সেক্টর পিছু একজন ডেপুটি ম্যাজিষ্ট্রেট দেওয়া হলেও যেহেতু একটি বিধানসভায় ভোট তাই ১৭টি সেক্টরেই একজন করে ১৭জন ডেপুটি ম্যাজিষ্ট্রেট থাকছে। জেলাশাসক জানিয়েছেন, ১০০ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় আধা সামরিকবাহিনীদের কখন বুথে আসতে হবে, বুথে তাঁদের কি কাজ করতে হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি যেহেতু একটি খুনের ঘটনা ঘটেছে তাই এলাকার পরিস্থিতির যদি কোন অবনতি ঘটে তখন কি করতে হবে সেইসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
Tags CAPF Central Armed Police Forces Khandaghosh
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …