বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যের কয়েকটি জেলায় রাতারাতি হোমগার্ড নিয়োগ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। গোটা বিষয়ে তিনি তদন্তও চেয়েছেন। আর তারপরেই মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে ওয়েষ্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেণ্টিয়ার অ্যাসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হল। সংগঠনের জেলা সভাপতি হরপ্রসাদ কয়াল, জেলা সম্পাদক ওবাইদুল ইসলাম, সহ-সভাপতি পার্থ ঘোষ প্রমুখরা জানিয়েছেন, সম্প্রতি যে হোমগার্ড নিয়োগ করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই তাঁরা জেলা পুলিশ সুপারের কাছে এই স্মারকলিপি দিয়ে সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্য থেকেই হোমগার্ড নিয়োগের আবেদন জানিয়েছেন। ওবাইদুল ইসলাম জানিয়েছেন, সিভিল ডিফেন্সের ভলেণ্টিয়াররা নানানভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তাই প্রশাসনিক কাজে তাদের নিলে অনেক সুবিধাই হবে প্রশাসনের। একইসঙ্গে বর্তমানে সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা নিয়মিত কাজও পাননা। সেক্ষেত্রে হোমগার্ডে তাদের নিয়োজিত করলে তারা উপকৃত হবেন। উল্লেখ্যে, সম্প্রতি যে হোমগার্ড নিয়োগ করা হয়েছে তাতে পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত প্রায় ৪৫০ জন হোমগার্ড নিয়োগ করা হয়েছে বলে এদিন সিভিল ডিফেন্স ভলেণ্টিয়াররা জানিয়েছেন।
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …