আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- কন্যারাও যে আজকের দিনে রত্ন, তারা যে ফেলনা নয় এই বার্তা দিতে অভিনব উদ্যোগ জঙ্গলমহল আউশগ্রামের মন্ডল পরিবারের। হাসপাতাল থেকে কন্যা সন্তানকে বরণ করে বাদ্যযন্ত্র সহকারে সুসজ্জিত গাড়িতে করে রাস্তায় পুষ্পবৃষ্টি ও পরিবার এবং পরিজনদের আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে নিয়ে আসা হল বাড়িতে। আর আসার পথে সমগ্র রাস্তা জুড়ে পথচারী ও গ্রামবাসীদের করানো হল মিষ্টিমুখ।
কন্যা সন্তান যে ফেলনা নয়, তাদেরও একটু ভালোবাসা ও যত্ন নিলে তারাও যে কন্যারত্ন হতে পারে। তারা যে অবহেলার পাত্র নয়, তাদেরও পুত্র সন্তানের মতো ভালোবাসা ও সম্মান পাওয়ার অধিকার আছে -সমাজকে এই বার্তা দিতেই এই আয়োজন বলে জানান মন্ডল পরিবারের সদস্যরা।
জঙ্গলমহল আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ধানতোর-এর মন্ডল পরিবারের এই কর্মকান্ডের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা। মন্ডল পরিবারের সদস্য কাজল মন্ডল ও শ্যামলী মন্ডলরা জানান, অনেক ইচ্ছা থাকতেও তিন পুরুষ ধরে তাঁদের পরিবারে কোনো কন্যা সন্তান হয়নি। তিন পুরুষ পর পরিবারে কন্যা সন্তানের আগমন যেমন তাঁদের কাছে একটা আনন্দের, ঠিক তেমনি সমাজের বুকে কন্যা সন্তান নিয়ে যে অবহেলার বেড়াজাল বিদ্যমান সেই বেড়াজাল কাটিয়ে কন্যারাও যে সামান্য আদর ও যত্ন পেলে তারাও যে এক অমূল্য রত্ন হতে পারে প্রত্যন্ত জঙ্গলমহলে সেই বার্তা দিতেই এই কর্মযজ্ঞের আয়োজন।এই কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে এবং কন্যা সন্তান সম্পর্কে সমাজের বদ্ধ ধারণাগুলি যাতে পরাস্ত হয় সেই ভাবনা থেকে নবজাতকের নামও রাখা হয়েছে ‘ইভিকা’।
Tags baby girl newborn baby newborn baby girl
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …