বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রথমে একজন বিখ্যাত হেয়ার কাটারের ট্রেনার হিসাবে, পরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে এক যুবতীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করার পর ফাঁদ পেতে ধরে বেধড়ক মার খেল এক যুবক। তিনি আবার সখের অভিনেতাও। শুক্রবার গভীর রাতে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করেছে সুদীপ দাস নামে ওই যুবক অভিনেতাকে। তার বাড়ি বর্ধমান শহরের কালনাগেটের জামতলা এলাকায়। এলাকা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সে কখনও নিজেকে পুলিশ, কখনও সিবিআই-এর অফিসার হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে চাকরি দেবার নাম করে টাকাও নেয়। তা নিয়ে তার বাড়িতে চড়াও হন প্রতারিতরা। সম্প্রতি সে কয়েকটি জায়গায় অভিনয়ও করেছে। অভিনয়ের প্রয়োজনেই সে পুলিশের পোশাক পরিহিত ছবিকে ওই যুবতীকে ভয় পাওয়াতে ব্যবহার করছিল। ওই যুবতী নিজে একটি বিউটি পার্লারের কর্মী। সেই সুত্রেই তাদের প্রাথমিক পরিচয় হয়। আর তারপর থেকেই অভিযোগ, ওই যুবক যুবতীটিকে উত্যক্ত করা শুরু করে। যুবতী জানিয়েছে, পুলিশের নাম করে তাকে উত্যক্ত করায় তাঁরা বর্ধমান থানায় জানান। কিন্তু থানা থেকে জানানো হয় ওই যুবক পুলিশের কর্মী নন। এরপরই ফাঁদ পেতে শুক্রবার রাতে ওই যুবককে বর্ধমান শহরের বাদামতলা মোড়ে ডেকে পাঠানো হয়। আর সেখানে আসার পরই তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও সপ্তাহে ২দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে এদিন বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। জামিনে ছাড়া পাওয়ার পর অভিযুক্ত সুদীপ দাস জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে।
Tags fak fake police harassing a woman police
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …