Breaking News

বর্ধমানে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান মেলা

A science fair was organized with students in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভূমিকম্প থেকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে এখন যে আগাম সতর্কবার্তা দেওয়া সম্ভব হচ্ছে তার পিছনে রয়েছে ইসরো। যেখানে ভারতীয় বিজ্ঞানীরা ক্রমাগত নানান সমাজকল্যাণ বিষয়ে গবেষণা করে চলেছেন। বিজ্ঞানীদের সেই গবেষণার ফসল হল এই আগাম সতর্কবার্তা। শনিবার বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের অঙ্গ হিসাবে বর্ধমান শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অক্ষয় কুমার দত্ত স্মারক জেলা বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে একথা বলেন বিশিষ্ট বিজ্ঞানী তথা হায়দ্রাবাদ স্পেস রিসার্চ সেন্টারের প্রাক্তন ডিরেক্টর ড. অরুন্ধতী মিশ্র। তিনি এদিন বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনাকে আরও জাগ্রত করতে হবে। তিনি এদিন জানিয়েছেন, ইসরো কেবলমাত্র মহাকাশকেন্দ্রিক গবেষণা করছে তাই নয়, বরং ইসরো প্রথম থেকেই গুরুত্ব দিয়েছে সমাজকল্যাণ মূলক কাজে। তিনি এদিন বলেন, একটা সময় ছিল যখন প্রাকৃতিক নানান দুর্যোগে প্রচুর প্রাণহানি হত। কিন্তু এখন অনেক আগে থেকেই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতন করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, এদিন এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনীতে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের প্রায় ৩০টি স্কুলের ৮৫টি মডেল প্রদর্শিত হয়। অংশ নেয় প্রায় ১৭০জন ছাত্রছাত্রী। এছাড়াও বিজ্ঞান বিষয়ক ১২টি নাটক অনুষ্ঠিত হয়। যেখানে মোট ৭২জন ছাত্রছাত্রী অংশ নেয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুতোষ পাল, ড. দেবাশীষ ভট্টাচার্য, ডা. তুষারকান্তি বটব্যাল প্রমুখরা। A science fair was organized with students in Burdwan

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *