কালনা (পূর্ব বর্ধমান) :- কালনা রাজবাড়ি চত্বরে থাকা একটি গেটে তালা মারার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে। এদিন দুপুরে খবর পেয়েই রাজবাড়ি চত্বরে পৌঁছান কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত ও ভাইস চেয়ারম্যান তপন পোড়েল। এই ঘটনায় অভিযোগের তির এক পুরাতাত্ত্বিক আধিকারিকের বিরুদ্ধে। এরপরেই তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন ও অবিলম্বে তালা খুলে দেওয়ার নির্দেশ দেন। এ প্রসঙ্গে কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত জানান, এই রাজবাড়ি এলাকায় বর্ধমান মহারাজের যেমন জায়গা রয়েছে, তেমনই রাজ্য সরকারের জায়গা রয়েছে। পুরাতাত্ত্বিক বিভাগ মন্দির দেখাশোনা করছেন। এটা ভালো। রাজবাড়িতে থাকা আলো-সহ অনেক কিছুই দেখভাল করে পুরসভা। এখানকার সাধারণ মানুষ কয়েকশো বছর ধরে এই পথ ব্যবহার করছেন। এটিকে বন্ধ করা যাবে না। পুরাতাত্ত্বিক আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। তাঁকে যত শীঘ্র সম্ভব তালা খুলে দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন আনন্দ দত্ত।
Tags Kalna Rajbari
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …