Breaking News

আউশগ্রাম ২ ব্লকে প্রান্তিক মহিলা চাষীদের নিয়ে মশলা প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন

A spice processing unit was inaugurated with marginalized women farmers in Ausgram 2 block.

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে ‘আউশগ্রাম ২ উজ্জয়িনী ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড’-এর ৭৫০ জন প্রান্তিক মহিলা চাষীদের নিয়ে একটি মশলা প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন হল। এইচডিএফসি পরিবর্তনের সহযোগিতায় গ্রান্ট থর্নটন ভারতের উদ্যোগে ‘স্ত্রী’ প্রকল্পের মাধ্যমে এই ইউনিটটি পঞ্চায়েত সমিতির দ্বারা এফপিসিকে প্রদান করা হল। আউশগ্রাম ২ ব্লকে আয়োজিত এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত কুমার মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, আউশ্রগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, আউশগ্রাম ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিন্ময় দাস, বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস, আউশ্রগ্রাম ২ ব্লকের পঞ্চায়েতগুলির প্রধান, গ্রান্ট থর্নটন ভারতের ডিরেক্টর রিশু রবি, ম্যানেজার মনীশ সিংহ, উপদেষ্টা ড: রাপ্তী পান, প্রসূন সাধুখাঁ, এইচডিএফসি পরিবর্তনের প্রতিনিধি, আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন-সহ অন্যান্যরা। A spice processing unit was inaugurated with marginalized women farmers in Ausgram 2 block.
গ্রান্ট থর্নটন ভারতের ডিরেক্টর রিশু রবি জানিয়েছেন, মশলা প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন আউশগ্রাম ২ ব্লকে লিঙ্গ সমতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দেয়। মহিলা কৃষকরা উৎসাহী এবং তাঁদের নিজস্ব কৃষক উৎপাদক কোম্পানির ব্র্যান্ডিংয়ের অধীনে প্রক্রিয়াজাত মশলা যেমন ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া এবং আরও বিভিন্ন জিনিস বিক্রি করার পরিকল্পনা করেছেন। তাঁরা তাঁদের পণ্যগুলিকে কার্যকরভাবে প্রচার করার জন্য বিপণন কৌশল বাস্তবায়ন করতে আগ্রহী।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *