আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে ‘আউশগ্রাম ২ উজ্জয়িনী ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড’-এর ৭৫০ জন প্রান্তিক মহিলা চাষীদের নিয়ে একটি মশলা প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন হল। এইচডিএফসি পরিবর্তনের সহযোগিতায় গ্রান্ট থর্নটন ভারতের উদ্যোগে ‘স্ত্রী’ প্রকল্পের মাধ্যমে এই ইউনিটটি পঞ্চায়েত সমিতির দ্বারা এফপিসিকে প্রদান করা হল। আউশগ্রাম ২ ব্লকে আয়োজিত এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত কুমার মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, আউশ্রগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, আউশগ্রাম ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিন্ময় দাস, বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস, আউশ্রগ্রাম ২ ব্লকের পঞ্চায়েতগুলির প্রধান, গ্রান্ট থর্নটন ভারতের ডিরেক্টর রিশু রবি, ম্যানেজার মনীশ সিংহ, উপদেষ্টা ড: রাপ্তী পান, প্রসূন সাধুখাঁ, এইচডিএফসি পরিবর্তনের প্রতিনিধি, আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন-সহ অন্যান্যরা।
গ্রান্ট থর্নটন ভারতের ডিরেক্টর রিশু রবি জানিয়েছেন, মশলা প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন আউশগ্রাম ২ ব্লকে লিঙ্গ সমতা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দেয়। মহিলা কৃষকরা উৎসাহী এবং তাঁদের নিজস্ব কৃষক উৎপাদক কোম্পানির ব্র্যান্ডিংয়ের অধীনে প্রক্রিয়াজাত মশলা যেমন ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া এবং আরও বিভিন্ন জিনিস বিক্রি করার পরিকল্পনা করেছেন। তাঁরা তাঁদের পণ্যগুলিকে কার্যকরভাবে প্রচার করার জন্য বিপণন কৌশল বাস্তবায়ন করতে আগ্রহী।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …