বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দীর্ঘদিনের আশা পূরণ হল শতবর্ষে পা দেওয়া বর্ধমান টাউন স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি স্কুলের শতবর্ষ পূরণ হচ্ছে। আর তার আগে বুধবার বর্ধমান টাউন স্কুলের সামনে রাস্তার নামকরণ করা হল। এদিন এই রাস্তার নামকরণ করা হল বর্ধমান টাউন স্কুল শতবার্ষিকী সরণি। উদ্বোধন করলেন বর্ধমান পৌরসভার পৌর-প্রধান পরেশচন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক উত্তম সেনগুপ্ত, প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী, স্কুলের প্রাক্তনী সংগঠনের সদস্য-সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও। এদিন পরেশ সরকার বলেন, কোনো একটা স্কুলের ১০০ বছর পূর্তি এটা অত্যন্ত গৌরবের। আর সেই গৌরবকে স্মরণীয় করে রাখতে স্কুলের সামনের রাস্তার এই নামকরণ করতে পারায় পৌরসভার পক্ষ থেকে তিনিও গর্ববোধ করছেন।
Tags Burdwan School Burdwan Town School School Town School
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …