Breaking News

ডাইনি তকমা দিয়ে সালিশি সভা চালানোর সময় গৃহবধূকে গণধোলাই দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত ছাত্রী

A student was beaten for protesting the Mass beating of a housewife by Witch slander. At Bhairabnala village in Kalna

কালনা (পূর্ব বর্ধমান) :- ডাইনি তকমা দিয়ে বিচারের জন্য সালিশি সভা চালানোর সময় এক গৃহবধূকে গণধোলাই দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে কালনা মহকুমার ভৈরবনালা গ্রামে। এই ঘটনায় আহত তিনজনকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে এবং আক্রান্তদের মাধ্যমে জানাগেছে, কালনার ভৈরবনালা গ্রামে গত কয়েকদিন আগে জ্বর নিয়ে বেশ কয়েকজন ভুগছিলেন। এই ঘটনার জন্য দায়ী করা হয় গ্রামেরই এক গৃহবধূকে। গ্রামবাসীদের একটা অংশ ওই মহিলাকে ডাইন তকমা দেন। সোমবার রাতে গ্রামের মোড়ল মঙ্গল টুডু উভয় পক্ষকে ডেকে একটি সালিশি সভা বসান। সভা চলাকালীন উত্তেজিত কয়েকজন যুবক ওই গৃহবধূর উপর হামলা চালায়। অকথ্য গালিগালাজ ও মারধর করা হয় তাঁকে। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর একমাত্র কন্যাও। সেই সময় ডাইনি বলে কিছু নেই, এসবই কুসংস্কার তা বোঝাতে গিয়ে উত্তেজিত যুবকদের হাতে আক্রান্ত হন মেমারি কলেজের ছাত্রী লক্ষী মুর্মু। আহত তিনজনকে গ্রামবাসীদেরই একটা অংশ উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে কালনা থানার পুলিশ গ্রামে পৌঁছালে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়। কালনা থানার পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে বলে জানা গেছে।

A student was beaten for protesting the Mass beating of a housewife by Witch slander. At Bhairabnala village in Kalna

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *