বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে বর্ধমানের রবীন্দ্রভবনে ৩ দিন ব্যাপী বর্ধমান ডিভিশনের আবৃত্তি বিষয়ক কর্মশালা শুরু হল। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল জানিয়েছেন, এই কর্মশালায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী ও বীরভূম জেলা থেকে ৫০ জনের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন। এদিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য প্রণতি ঠাকুর। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির ভারপ্রাপ্ত সচিব মান্দারকান্তা মহালনবীশ। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার খ্যাত বাচিকশিল্পী ললিত কোনার। তিনি জানিয়েছেন, বিভিন্ন দিনে আরও অনেক প্রশিক্ষক উপস্থিত থাকবেন। তিনি জানিয়েছেন, কর্মশালার শেষে ২৫ ফেব্রুয়ারি সকল অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র প্রদান করা হবে।
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …