Breaking News

কেতুগ্রামে শাসক দলের গোষ্ঠীদ্বন্দে তৃণমূল সমর্থক খুন

A Trinamool Congress supporter was killed due to the ruling party's group conflict

কেতুগ্রাম (পূর্ব বর্ধমান) :- ১০০ দিনের কাজ নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিলই দীর্ঘদিন ধরে। আর সেই বিবাদের রেশ ধরেই দিন চারেক আগে ঘটে যাওয়া গরুর গাড়ির ধাক্কায় মোটরবাইকের টুলবক্স ভেঙে যাওয়াকে হাতিয়ার করে পিটিয়ে খুন করা হল এক তৃণমূল নেতাকে। এই খুনের ঘটনায় অভিযোগের তীর কেতুগ্রামের বেড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য খোকন সেখের বিরুদ্ধে। মৃত তৃণমূল সদস্যের নাম নূর ইসলাম সেখ ওরফে কালু সেখ (৪০)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার বেরুগ্রামে। মৃতের ভাই হাসিবুল সেখ অভিযোগ করেছেন, বুধবার সন্ধ্যায় বেড়ুগ্রাম বাজারে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন নূর ইসলাম সেখ। হঠাৎই পাশের কুলুট গ্রামের তৃণমূল নেতা খোকন সেখ দলবল নিয়ে চড়াও হয়। আগ্নেয়াস্ত্র, রড, লাঠি নিয়ে অর্তকিতে খোকন সেখের নেতৃত্বে হামলা হয়। মারধর করা হয় নূর ইসলাম সেখ সহ বাকি সঙ্গীদের। হামলায় চার জন জখম হয়। জখমদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বাকীদের ছেড়ে দিলেও নূর ইসলাম সেখের অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতেই নিয়ে আসা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। হাসিবুল সেখ অভিযোগ করেছেন, কয়েকদিন আগে বেড়ুগ্রামের এক ব্যক্তির গরুগাড়ির সঙ্গে কুলুট গ্রামের একজনের মোটর বাইকের ধাক্কা লাগে। তাতে বাইকের টুল বাক্স ভেঙ্গে যায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ ছিল। অভিযুক্ত খোকন সেখ বেড়ুগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বলে তিনি জানিয়েছেন। এই ঘটনায় কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *