বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাঁকুড়া থেকে ধান কাটার কাজ করতে এসে খুন হলেন এক মহিলা। মৃতের নাম কুন্দরি শবর (৪৯)। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শক্তিগড় থানার সড্যা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সড্যা গ্রামের উজ্জল কোনারের জমিতে ধান কাটার কাজ করতে আসেন বাঁকুড়ার বাসিন্দা কুন্দরি শবর এবং তাঁর স্বামী জয়দেব শবর। রবিবার সকালে উজ্জ্বল কোনারের বাড়ির লোক দেখেন মৃত অবস্থায় কুন্দরির দেহ পড়ে রয়েছে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্বামী – স্ত্রীর মধ্যে বিরোধের জেরেই স্বামী জয়দেব শবর কুন্দরিকে খুন করে পালিয়েছে। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। পুলিশের অনুমান, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের বিষয় নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে শনিবার রাতেও বচসা হয়। তার জেরেই এই খুন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …