বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্য সরকারের পথসাথীর ভবন থেকে দরজা ও জানালার অ্যালুমিনিয়ামের ফ্রেম চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম শেখ আজিজুল ওরফে ছোট্টু শেখ। শক্তিগড়ের মণ্ডলপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, শুক্রবার ভোররাতে শক্তিগড়ে জিটি রোডের পাশে পথসাথীর ভবনে চোর ঢুকেছে বলে খবর আসে। সেইমতো পুলিস সেখানে হাজির হয়। ভবনের চারপাশ ঘিরে ফেলে পুলিস। এরপর ছাদে তল্লাশি চালায় পুলিস। জল ট্যাঙ্কের পিছনে লুকিয়েছিল আজিজুল। সেখান থেকে তাকে ধরা হয়। তার কাছ থেকে ৬৭টি অ্যালুমিনিয়ামের চ্যানেল ও ভাঙা কাচের টুকরো উদ্ধার করে পুলিস। ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চুরির আরও মালপত্র উদ্ধার করতে এবং তার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পেতে ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ২ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …