জামালপুর (পূর্ব বর্ধমান) :- সোমবার মুখ্যমন্ত্রী বর্ধমানে প্রশাসনিক বৈঠকে রীতিমতো কড়া ভাষায় জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক থেকে জনপ্রতিনিধিদের বন্যা পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমে কাজ করার নির্দেশ দিয়ে যান। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই মঙ্গলবার থেকেই জেলা প্রশাসনের কর্তারা মাঠে নেমে পড়েন। জেলা পুলিশের পক্ষ থেকে বর্ধমানের জামালপুর-সহ যে সমস্ত জায়গা বন্যা কবলিত সেই সমস্ত জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছে যান। বুধবার পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয় কুমার দাসের নেতৃত্বে বর্ধমান সদর দক্ষিণের মহকুমা শাসক, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের আধিকারিক এবং জামালপুর ও রায়নার বিডিওরা ঘুরে দেখলেন রায়না ও জামালপুরের ত্রাণ শিবিরগুলি এবং নদী বাঁধগুলি। এদিকে, নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি হওয়ায় রীতিমতো দুশ্চিন্তা দেখা দিয়েছে গোটা জেলা জুড়ে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …