বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার থেকে গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হল গ্রামে গ্রামে “সমস্যা সমাধান – জনসংযোগ” কর্মসূচি। আর এই কর্মসূচিকে সফল করতে এদিনই সকাল থেকে জেলা প্রশাসনের কর্তারা বিভিন্ন এলাকায় ভাগ হয়ে গিয়ে রাজ্য সরকারের ২০ টি প্রকল্প নিয়ে ব্যাপক প্রচার চালালেন। একইসঙ্গে এদিন দুপুরে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ ট্যাবলো-সহ লোক শিল্পীরা বর্ধমান শহরে পথ পরিক্রমাও করেন। এদিন রামশংকর মণ্ডল জানিয়েছেন, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান সাফল্যের পর গ্রামে গ্রামে “সমস্যা সমাধান – জনসংযোগ” কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজী খণ্ডঘোষ ব্লকের শাঁখারি ১নং গ্রাম পঞ্চায়েতের হুরিয়া গ্রামের বাসিন্দাদের কাছ থেকে সরকারি প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। সরকারি প্রকল্পের সুফল গ্রামবাসীরা পাচ্ছেন কিনা, কোনো প্রকল্প সম্পর্কে কোনো অসুবিধা আছে কিনা সে বিষয় সম্পর্কে জানতে চান। জেলাশাসকের পাশাপাশি এদিন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।