Breaking News

লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরই শুরু অশান্তি

The allegation of TMC party office occupying BJP. At Dewandighi (2)

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সারাদিন টানটান উত্তেজনার পর রাতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং অহলুবালিয়াকে জয়ী ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেল বিক্ষিপ্তভাবে বদলা নেবার পালা। বৃহস্পতিবার বিকালেই বিজেপির বিজয় মিছিলে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। গভীর রাতে এই ঘটনায় তৃণমূল সমর্থকদের গ্রেপ্তারের দাবীতে বর্ধমান থানা ঘেরাও করলেন বিজেপি সমর্থকরা। আর শুক্রবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গেল বদলা ও দখল নেবার রাজনীতি। বিজেপিকে ভোট দেওয়ায় বর্ধমানের দেওয়ানদিঘী থানার কুড়মুনে অভিজিত ঘোষ নামে এক যুবককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত যুবককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। The allegation of TMC party office occupying BJP. At Dewandighi (2) অভিজিত ঘোষ জানিয়েছেনবৃহস্পতিবার ভোটের ফলাফলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে জয়ী হন বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং অহলুবালিয়া। তিনি জানিয়েছেনরাত্রে তিনি যখন বাড়িতে ঘুমিয়ে ছিলেন সেই সময় একদল তৃণমূল সমর্থক তাঁর বাড়ি চড়াও হয়। তাঁকে ঘর থেকে টেনে বার করার চেষ্টা করা হয়। বাড়ির লোকজন তাতে বাধা দিলে তাদেরও মারধর করা হয়। অভিজিত ঘোষ অভিযোগ করেছেনতৃণমূল সমর্থকদের অভিযোগ তিনি বিজেপিকে ভোট দিয়েছেন। আর বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগেই ঘর থেকে বার করে বেধড়ক মারধর করা হয়। পরে গ্রামবাসীরাই তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। Complaints of attack on Trinamool Congress supporter's house. At Dewandighi. যদিও এব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকেভোটের ফলাফল ঘোষণার পরেই বিক্ষিপ্তভাবে বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে বিজেপির উল্লাস। বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী দলীয় নেতাকর্মীদের সংযত থাকা এবং কোনোরকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন। অপরদিকেঅভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতেই তৃণমূলের জেলা সম্পাদক এবং শহর সভাপতি খোকন দাসের বাড়িতে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তার বাড়ি লক্ষ্য করে ইঁটপাটকেল ছোঁড়ার অভিযোগ উঠেছে। বৈকুণ্ঠপুরে তৃণমূলের দলীয় অফিস বিজেপি দখল নেওয়ার ‘গুজব’ রটেছে বর্ধমান শহর জুড়ে। এদিকেএরই পাশাপাশি বর্ধমানের তালিত আলমপুরে বিজেপির নাম করে তৃণমূল সমর্থকদের বাড়ি চড়াও হওয়াভাঙচুর করা-সহ প্রাণনাশের হুমকি দেবার অভিযোগ উঠেছে। Complaints of TMC attack on BJP supporter. Complaints of attack on Trinamool Congress supporter's house এই ঘটনায় মৌমিতা হালদার অভিযোগ করেছেনবৃহস্পতিবার রাত থেকেই তৃণমূলের কয়েকজন নেতা বিজেপি হয়ে গিয়ে অত্যাচার শুরু করেছে। তৃণমূলের পার্টি অফিস দখল করে নেওয়া ছাড়াও গ্রামের মানুষকে নানাভাবে ভয় দেখাতে শুরু করেছে। জরিমানার হুমকি দিচ্ছে। অপরদিকে,এরই পাশাপাশি বর্ধমানের দেওয়ানদিঘীর মীর্জাপুরেও তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ তৃণমূল তথা সদ্য বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। বর্ধমান ১নং ব্লক তৃণমূল সভাপতি কাকলী গুপ্ত জানিয়েছেনশুক্রবার সকাল ৯টা নাগাদ অস্ত্রশস্ত্র সহ বিজেপি সমর্থকরা তৃণমূল পার্টি অফিসে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর করে। পাশাপাশি মীর্জাপুরের তৃণমূলের নেতাদের বাড়িতেও তাঁরা চড়াও হয়। তালিতে তৃণমূলের অঞ্চল সভাপতি বাবু হাজরার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। তাঁকে খুন করার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ করেছেন বাবু হাজরা। যদিও এব্যাপারে বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেনএই ধরণের কিছু অভিযোগ তাঁদের কাছেও এসেছে। কিন্তু কোনোভাবেই এগুলিকে প্রশ্রয় দেওয়া হবে না। সন্দীপ নন্দী জানিয়েছেনতাঁরা গোটা জেলা জুড়েই বিজয় মিছিল বন্ধ রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেনতাঁরা দলীয় স্তর থেকে রিপোর্ট পেয়েছেন তৃণমূলের কিছু সমর্থক বিজেপির দলীয় পতাকা নিয়ে বিজেপির নামে এই ধরণের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। এব্যাপারে দলীয় কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *