Breaking News

পণ্য পরিবহণকারীরা এবার অনলাইনে শুল্ক দিতে পারবেন – চালু অনলাইন পদ্ধতি

Agricultural Marketing Minister Tapan Dasgupta inaugurated the Haat in Krishan Mandi, Burdwan 1. The functions of the regulated market committee started online

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রায় মাসখানেক আগে চালু হয়ে যাবার পর শনিবার আনুষ্ঠানিকভাবে হাটের উদ্বোধন করে গেলেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী তপন দাশগুপ্ত। বর্ধমান ১নং ব্লকের অধীন জেলা কৃষি খামারের কিষাণ মাণ্ডিতে আনুষ্ঠানিকভাবে হাট উদ্বোধনের পাশাপাশি অনলাইনে শুল্ক দেবার প্রকল্পেরও উদ্বোধন করলেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী তপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, রাজ্যের কৃষিজ দপ্তরের সেক্রেটারী মিতালী বন্দোপাধ্যায় প্রমুখরাও। এদিন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যে তৈরী হয়ে যাওয়া ১৮৬টি কিষাণ মাণ্ডিকেই ভালভাবে চালু করার উদ্যোগ শুরু হয়েছে। সেই নির্দেশেই ইতিমধ্যেই ১৩০টি কিষাণ মাণ্ডিকে ভালভাবে চালু করা হয়েছে বলে জানিয়েছেন তপনবাবু। কেন্দ্রীয় সরকারী সংস্থা এনইএমএলের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ সিনহা এদিন জানিয়েছেন, গোটা রাজ্য জুড়ে এই অনলাইন ব্যবস্থা চালু করার জন্য তাঁদের সুযোগ দেওয়ায় তাঁরা রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। তিনি জানান, এর ফলে পণ্যপরিবহণকারীদের ব্যাপক সুবিধা হবে। রাজ্য কৃষিজ বিপণন দপ্তরের সচীব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, এই অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় এতদিন পণ্য পরিবহণকারীদের নিজে গিয়ে তাঁদের বিভিন্ন চেকপোষ্টে শুল্ক জমা দিতে হত – তা আর হবে না। তিনি যেকোনো প্রান্ত থেকেই এই শুল্ক অনলাইনে জমা দিতে পারবেন। অপরদিকে, প্রায় মাসখানেক আগে এই কিষাণ মাণ্ডিতে চালু হওয়া হাটকে এদিন আনুষ্ঠানিকভাবে চালু করেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী তপন দাশগুপ্ত। হাটুরেদের দাবী মেনে তিনি রোদবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হাটের পাকাপোক্ত ছাউনি করে দেবার ঘোষণাও করেন। পাশাপাশি বর্তমানে মঙ্গল ও শনিবার বিকালের দিকে এই হাট বসার পরিবর্তে সপ্তাহে সাতদিনই হাট বসানোর নির্দেশ দিয়ে যান। এদিন এই কিষাণ মাণ্ডির হাট ঘুরেও দেখেন তাঁরা। হাটে আসা সাধারণ মানুষের দাবী মেনে এই হাটেই একদিন করে তাঁতের কাপড়ের হাট বসানোর দাবী জানান বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। জেলাশাসক জানিয়েছেন, কিষাণ মাণ্ডিতে ধান কেনা-বেচার পাশাপাশি এই হাট চালু হওয়ায় এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে।

About admin

Check Also

A young woman was raped while going out to eat pizza with a friend. Five were arrested in the incident.

বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *