Breaking News

চুটিয়ে প্রচার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপির

Nirmal Majhi SUCI(C) candidate of Bardhaman Purba Lok Sabha constituency in campaigning for voting. At Memari.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের ফলাফল কি হবে জানেন না কেউই। যুযুধান সমস্ত রাজনৈতিক দলেরই একটাই বক্তব্যবিচার করবেন জনগণ। আর সেই জনগণের রায়কে নিজের অনুকুলে টানতে এখন মরিয়া সমস্ত প্রার্থীই। বিগত নির্বাচনগুলিতে বারে বারে উঠে এসেছে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার চিত্র। সাংগঠনিক দুর্বলতার জেরে তাঁরা ভোটে কোনো প্রভাবই ফেলতে পারেনি এতদিন। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচন যেন একটু অন্যমাত্রায় হাজির করেছে কংগ্রেস প্রার্থীদের। কেন্দ্রে বিজেপিকংগ্রেসের লড়াই তরজা রীতিমত জমে উঠেছে। Mamtaz Sanghamita AITC candidate of Bardhaman-Durgapur Lok Sabha constituency in campaigning for voting. At Burdwan. আর একেবারে নিচুতলায় রাহুল ব্রিগেডের প্রার্থীরা রীতিমত আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নেমে পড়েছে ভোটের ময়দানে। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব দুটি লোকসভা আসনেই এবারে কংগ্রেস প্রার্থী করেছে দুই তরুণ শিক্ষিত যুবককে। জরাজীর্ণ কংগ্রেস আর কংগ্রেসের চিরায়ত গোষ্ঠী কোন্দলের মাঝে তাঁরা এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে সমানে সমানে টক্কর দিচ্ছেন বিরোধীদের। কংগ্রেসের জাতীয় ইস্তাহারকে জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টাও করছেন। প্রতিটি প্রার্থীই নিজস্ব বাহিনী তৈরী করে নিয়েছেন। যে বাহিনীতে থাকছে আধুনিক প্রযুক্তির সম্ভার। সারাদিনের প্রচার তুলে ধরছেন তাঁরা বিভিন্ন মাধ্যমে। এদিকেগত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতার জন্য বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী রণজিত মুখোপাধ্যায় প্রচারে নামতে না পাড়লেও মঙ্গলবার সকাল থেকেই পুরোদমে প্রচারে নেমে পড়লেন তিনি। Ranajit Mukherjee INC candidate of Bardhaman-Durgapur Lok Sabha constituency in campaigning for voting. At Burdwan. গত কয়েকদিন ধরেই তিনি চোখের রোগে আক্রান্ত হওয়ার পর কার্যত প্রচারে সেভাবে নামতে পারেননি। আর তাই কিছুটা সুস্থ হতেই তিনি ঘাটতি মেটাতে মঙ্গলবার সকাল থেকেই শুরু করে দিলেন জোরদার প্রচার। এদিন সকালে বর্ধমান শহরের কার্জন গেট থেকে বিসিরোডের জেলা কংগ্রেস ভবন পর্যন্ত রাস্তার দুধারের পথচলতি মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। রাণীগঞ্জ বাজার,তেঁতুলতলা বাজার এলাকাতেও এদিন তিনি বিভিন্ন ব্যবসাদারের কাছে ভোট প্রার্থনা করেন। পরে এদিন বিকালে মন্তেশ্বরে প্রচার করেন। করেন পথসভাও। অন্যদিকেএদিন বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকায় প্রচারে বের হন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা। নতুনগঞ্জ এলাকায় রোড শো করেন তিনি। বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাসকে সঙ্গে নিয়ে নতুনগঞ্জের বিভিন্ন রাস্তায় জোরদার প্রচার সারেন মমতাজ। এদিন মেমারী শহরে ভোট প্রচার করেন এসইউসিআইএর প্রার্থী নির্মল মাঝি। মেমারী শহরের বেশ কয়েকটি রাস্তায় তাঁরা দলীয় ভোটের ইস্যু নিলে লিফলেট বিলিও করেন। 

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *