E Purba Bardhaman

অধ্যাপকদের হাত পা কেটে পার্সেল করার হুমকি, হুগলী মহিলা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেত্রীর বিরুদ্ধে অভিযোগ

Photo – hooghlywomenscollege.org

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শান্তিতে কলেজ চালানো যাচ্ছে না, দীর্ঘদিন ধরে ফোনে হুমকি ও অশ্লীল এসএমএস করা হচ্ছে এমনকি এক অধ্যাপককে হাত পা কেটে, ব্যাগে ভরে পার্সেল করে পাঠিয়ে দেবার অভিযোগ উঠল হুগলী মহিলা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত সংসদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে উচ্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বারবার ছাত্রছাত্রীদের সংযত থাকার নির্দেশ দিলেও কার্যত সেই নির্দেশ যে নিচের তলায় এসে পৌঁছাচ্ছে না বৃহস্পতিবার কলেজের অধ্যাপকদের দায়ের করা অভিযোগেই তার প্রমাণ মিলেছে। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের কাছে লিখিত অভিযোগে হুগলী উইমেন্স কলেজের অধ্যক্ষা সীমা ব্যানার্জ্জী জানিয়েছেন, গত প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে লাগাতার গোটা কলেজে গুণ্ডারাজ কায়েম হয়েছে তৃণমূল পরিচালিত এই ছাত্র সংসদের নেতৃত্বে। তিনি অভিযোগ করেছেন, সম্প্রতি মিউজিক বিভাগে কর্মী নিয়োগও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সম্প্রতি কলেজের এক অধ্যাপককে রীতিমত অসম্মানিত করা হয়েছে। তাঁকে অশ্লীল গালিগালাজও করা হয়েছে। সমস্ত ঘটনায় জড়িত রয়েছেন টিএমসিপির হুগলী জেলার নেত্রী প্রিয়াংকা অধিকারী ও কলেজের প্রাক্তন টিআইসি বর্নালী চ্যাটাজ্জী। এদের পিছনে রয়েছে কলেজের একজন কর্মীও। মূলত তাঁর মদতে চলছে এই অত্যাচার। এই অবস্থায় কলেজের সুষ্ঠ পঠনপাঠন রীতিমত বিঘ্নিত হচ্ছে যেমন, তেমনি তাঁরাও নিরাপত্তার প্রশ্নে আতংকিত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার কলেজের শান্তি ফেরানো ও নিরাপত্তার দাবীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও দেখা করেন কলেজের অধ্যক্ষ সহ বেশ কয়েকজন অধ্যাপিকা ও অধ্যাপক।

Exit mobile version