বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক প্রচারের ঝাঁঝ তুঙ্গে উঠছে। আর এর সঙ্গে শুরু হচ্ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। মঙ্গলবার এক তৃণমূল কর্মীকে রড দিয়ে মাথায় মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। দেওয়ানদিঘী থানার তালিত এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের অভিযোগ, মঙ্গলবার দুপুরে তালিত এলাকায় ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে বচসা হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। সেই মুহূর্তে ঝামেলা মিটে গেলেও সন্ধ্যাবেলায় বর্ধমান ১ ব্লকের বাঘাড় ২-এর তৃণমূল ছাত্র পরিষদের অঞ্চল সভাপতি অর্ণব সেন বাড়ি ফেরার সময় বিজেপি কর্মীরা তাঁকে রড দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানেই বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। তাঁর মাথার আঘাত গুরুতর বলে জানা গেছে। এদিকে, এই ঘটনার খবর পেয়েই বুধবার সকালে দুর্গাপুরের নির্দিষ্ট একটি কর্মসূচির সময় পরিবর্তন করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বর্ধমান- দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও। এদিন হাসপাতালে তৃণমূল কর্মীর সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁর চিকিৎসার বিষয় নিয়েও খোঁজ খবর নেন তৃণমূল প্রার্থী। এরপরই তৃণমূল প্রার্থী রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে। তিনি বলেন, বিজেপির গুন্ডাগিরি চলবে না। দিলীপ ঘোষ উত্তেজনা ছড়াচ্ছে। এইভাবে গুন্ডাগিরি করলে আমরা শান্তিতে বসে থাকবো না। আমরা চাই সব শান্তিতে হোক। ভালো ভাবে নির্বাচন হোক। কিন্তু বিজেপি ও দিলীপ ঘোষ এখানে এসে উলটো পালটা মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। কর্মীকে মারছে। এটা ঠিক নয়। শ্রীরামের নাম নিয়ে অর্ণব সেনের মাথায় পিছন থেকে রড দিয়ে মেরেছে। শ্রীরামের নাম বদনাম করছে বিজেপি। অর্ণব সেনের মাথায় ৩টে সেলাই পরেছে। এমন নয় আমরা করতে পারি না। কিন্তু শান্তিতে সব কিছু চললে ঠিক আছে। বিজেপি ও দিলীপ ঘোষ যেন পরিস্থিতি খারাপ না করে তোলেন এই সতর্ক করছি। কীর্তি বলেন, রাম অধর্মের বিরুদ্ধে লড়েছেন। এরা রামের নাম নিয়ে অধর্মের কাজ করছে। সতর্ক করছি ঘুমন্ত বাঘকে না জাগাও। আগে দুর্গার নামে উলটো পালটা বলেছেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উলটো পালটা বলছেন। কর্মীদের উত্তেজিত করছেন। আমাদের কর্মীদের মারলে আমরা সহ্য করব না। সাবধান। ৩ জন এসে মেরেছে। আমরা তাঁদের চিহ্নিত করছি। এদের নামে অভিযোগ করবো। দিলীপ ঘোষ ও বিজেপি এদের ব্যবহার করছেন। এরা জেলে যাবে। দিলীপ ঘোষের কিছু হবে না। তবে দুর্গা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উলটো পালটা মন্তব্য করায় আমরা ছাড়ব না, আমরা অভিযোগ করব। আমাকে বেশি উত্তেজিত করলে আমিও কাউকে ছাড়ব না। অপরদিকে, এই ঘটনার বিষয়ে বিজেপির মুখপাত্র পুষ্পজিত সাঁই জানিয়েছেন, এই ঘটনা তৃণমূলের অন্তরকলহের ফল। ওদের কাজই কিছু ঘটলেই বিজেপির নামে দোষারোপ করা। বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।
Tags AITC All India Trinamool Congress Ashim Kumar Sarkar Ashim Sarkar Bardhaman Durgapur PC Bardhaman Purba Lok Sabha Constituency Bardhaman Purba Parliamentary Constituency Bardhaman-Durgapur Bardhaman-Durgapur constituency Bardhaman-Durgapur Lok Sabha constituency Bardhaman-Durgapur Parliamentary Constituency Bharatiya Janata Party Bishnupur Lok Sabha Constituency Bishnupur Parliamentary Constituency Bishnupur PC BJP Bolpur Lok Sabha Constituency Bolpur Parliamentary Constituency Bolpur PC Burdwan Durgapur PC Burdwan Purba Lok Sabha Constituency Burdwan Purba Parliamentary Constituency Burdwan Purba PC Burdwan-Durgapur Burdwan-Durgapur Constituency Burdwan-Durgapur Parliamentary Constituency Burdwan–Durgapur Lok Sabha Constituency Dilip Ghosh Dr. Sharmila Sarkar General Election Kirti Azad Kirti Bhagwat Kirti Bhagwat Jha Azad Kirti Jha Kirti Jha Azad Kirtivardhan Bhagwat Jha Azad Lok Sabha Election Saumitra Khan Sharmila Sarkar Sujata Khan Sujata Mondal Sujata Mondal Khan tmc Trinamool Congress
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …