বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ছেলের সরকারি চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। চাকরি প্রার্থীকে বেশ কয়েকবার নিয়োগপত্র দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু, তা দেওয়া হয়নি। বাধ্য হয়ে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেছেন চাকরি প্রার্থীর বাবা। অভিযোগ পেয়ে কেস রুজু করে তদন্ত শুরু করেছে থানা। মাধবডিহি থানার এক অফিসার বলেন, অভিযোগ পেয়ে নিির্দষ্ট ধারায় কেস রুজু করা হয়েছে। এ বিষয়ে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিসের কাছে লিখিত অভিযোগে মাধবডিহি থানার বুলচন্দ্রপুরের বাসিন্দা রামপ্রসাদ পাল জানিয়েছেন, পাশের বাড়িতে যাতায়াতের সুবাদে তাঁর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। কথা প্রসঙ্গে তিনি জানান, তাঁর হাতে ভিআইপি কোটায় কিছু চাকরি রয়েছে। তবে, চাকরির জন্য টাকা দিতে হবে। তিনি তাঁর বেকার ছেলের জন্য ওই ব্যক্তিকে অনুরোধ করেন। চাকরির জন্য ১২ লক্ষ টাকা দাবি করা হয়। তিনি জামাইয়ের কাছ থেকে ১০ লক্ষ টাকা ধার করে ২০২০ সালের ১৮ নভেম্বর ওই ব্যক্তিকে দেন। মাধবডিহি থানার কাটনাবিল গ্রামের এক পরিচিতের উপস্থিতিতে সেহারাবাজারের গোরুর হাটের বটতলায় টাকার লেনদেন হয়। এরপর ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি মাধবডিহির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচালন শাখা থেকে ২ লক্ষ টাকা তুলে দিঘিরকোণ এলাকার একটি দোকানে তিনি ওই ব্যক্তিকে দেন। টাকা দেওয়ার কিছুদিনের মধ্যে নিয়োগপত্র দেওয়ার কথা হয়। তা না হলে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়। টাকা দেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও অভিযুক্ত এখনও নিয়োগপত্র দেননি। এমনকি টাকাও ফেরত দেননি। উল্টে তাঁকে এড়িয়ে চলছেন। ফোন করলেও ধরছেন না। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, তাঁর মতো আরও অনেকে ওই ব্যক্তির খপ্পড়ে পড়ে প্রতারিত হয়েছেন।