Breaking News

ক্ষমতায় এলে গোটা দেশ জুড়েই এনআরসি হবেই – অমিত শাহ

BJP National President Amit Shah addressing a election rally. At Burdwan Town. Bardhaman-Durgapur Lok Sabha

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিত সিং অহলুবালিয়া এবং বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁকে বিপুল ভোটে জিতিয়ে আনুন। এই দুটি কেন্দ্রেই ওঁরা উন্নয়ন করবেন। সোমবার বর্ধমানের উত্সব মাঠে বক্তব্য রাখতে এসে এভাবেই বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন জানিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন তাঁর হেলিকপ্টারে রাজ্য সরকার তেল ভরতে দেয়নি বলে বর্ধমানে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে এসে অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। BJP National President Amit Shah addressing a election rally. At Burdwan Town. Bardhaman-Durgapur Lok Sabha এদিন বিজেপির বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপির প্রার্থী সুরেন্দ্রজিত সিং অহলুবালিয়া এবং বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁএর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে আসেন অমিত শাহ। তিনি এদিন বলেননদীয়াপুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তাঁর হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেলেও তাঁর কপ্টারে তেল ভরতে দেয়নি রাজ্য সরকার। পরে নজরুল এয়ারপোর্ট থেকে তেল ভরে তিনি বর্ধমানে আসেন। কিন্তু বর্ধমান থেকে তাঁকে গাড়িতে ফিরতে হবে। এরপরই অমিত শাহ হুংকার দিয়ে বলেনবিজেপি পেট্রোলে চলে না। BJP National President Amit Shah addressing a election rally. At Burdwan Town. Bardhaman-Durgapur Lok Sabha বিজেপি চলে জনসাধারণের ভালবাসায় – এটা মমতাদিদি জেনে রাখুন। তিনি বলেনগোটা দেশ জুড়ে মোদি মোদি আওয়াজ উঠেছে। উল্লেখ্যএদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তাঁর পূর্ব বর্ধমান জেলার ৩টি সভা থেকেই মোদি সরকারের এনআরসি নিয়ে রীতিমত আহত বাঘিনীর মত প্রতিবাদ করেছেনসেই সময় এদিন রীতিমত জোর গলায় অমিত শাহ জানিয়ে গেলেনবিজেপি ক্ষমতায় এলে ভারতবর্ষে ঢুকে পড়া অনুপ্রবেশকারীদের তাড়াবেই। BJP National President Amit Shah addressing a election rally. At Burdwan Town. Bardhaman-Durgapur Lok Sabha আর তাই বিজেপিকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। অমিত শাহ বলেনগত ৫ বছরে মোদি সরকার দেশের উন্নতির জন্য যা করেছেনএতদিন কংগ্রেসসিপিএম সহ অন্যান্য দলগুলি তা করতে পারেনি। দেশকে গরীবীর দিকে ঠেলে দিয়েছে্ন। এখন মোদিজীর নেতৃত্বে নতুন ভারতবর্ষ গড়ে উঠছে। অমিত শাহ বলেনবাংলার মানুষ মমতা বন্দোপাধ্যায়কে যে আশা নিয়ে ক্ষমতায় এনেছিলেন সেই আশা কি পূরণ করেছেন। শিক্ষা নেইহাসপাতালে ডাক্তার নেই। BJP National President Amit Shah addressing a election rally. At Burdwan Town. Bardhaman-Durgapur Lok Sabha ইঁটসিমেণ্ট কিনতে গেলে সিণ্ডিকেটকে ট্যাক্স দিতে হয়। মমতা বন্দোপাধ্যায় বাংলায় সিণ্ডিকেট ট্যাক্স বসিয়েছেন। আর এই সিণ্ডিকেট রাজ মুক্ত করতে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। অমিত শাহ বলেনএকটা সময় এই বাংলায় চৈতন্যদেবের গান শোনা যেতএখন বোমা গুলির শব্দ শোনা যায়। তিনি বলেনদেশকে সুরক্ষা দিতে পারে একমাত্র মোদিই। BJP National President Amit Shah addressing a election rally. At Burdwan Town. Bardhaman-Durgapur Lok Sabha পুলওয়ামা কাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেনযাঁরা ভারতবর্ষে ঢুকে সেনা জওয়ানদের মারছে তাদের ওপর কি বোমা ফেলা উচিত নয়। এদিন তিনি জনতার কাছ থেকে জানতে চান পাকিস্তানে গিয়ে পাল্টা হামলা করা ঠিক হয়েছে কিনাঅমিত শাহ বলেনমমতা দিদি বলেছেনআতংকবাদীদের সঙ্গে আলোচনার কথা। কিন্তু দেশের জনগণ চাইছেন পাল্টা হামলা। আতংকবাদীদের বিরুদ্ধে বিজেপি সরকার লড়াই করবেই।

BJP National President Amit Shah addressing a election rally. At Burdwan Town. Bardhaman-Durgapur Lok Sabha

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *