গুসকরা (পূর্ব বর্ধমান) :- পাথরবোঝাই ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল বাইক আরোহী বৃদ্ধের। গুরুতর জখম হয়েছেন অপর এক বাইক আরোহী। সোমবার দুপুর ১২ টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুসকরার সুশীলা এলাকায়। জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম গদাই পাল (৬৫)। তাঁর বাড়ি আউশগ্রামের গোন্না গ্রামে। পুলিশ তাঁর মরদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রামের মাঝেরগ্রামের বাসিন্দা মহেশ্বর বৈরাগ্যের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন গদাই পাল। তাঁরা নিজেদের বাইক নিয়েই সেখানে দাঁড়িয়ে ছিলেন। সেসময় লক্ষ্মীগঞ্জ থেকে গুসকরাগামী পাথরবোঝাই ট্রাক্টরটি ওই সরু রাস্তা ধরে আসছিল। তখন ট্রাক্টরটির চাকা মাঠে নেমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি ওই বাইক আরোহীদের উপরে উল্টে যায়। এতে ট্রাক্টর চাপা পড়ে যান বাইক আরোহীরা। প্রাণে বেঁচে যান মহেশ্বর বৈরাগ্য। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। চালকের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …