বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহর বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত। কিন্তু বর্ধমান শহরে নেই কোনো বিদ্যাসাগরের মূর্তি। এবার বর্ধমান শহরে সেই বিদ্যাসাগরের মূর্তি বসানোর উদ্যোগ নিল বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি। কমিটির সম্পাদক প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হক জানিয়েছেন, সোমবার তাঁরা জেলাশাসকের কাছে বিদ্যাসাগরের মূর্তি বসানোর জন্য জায়গা চেয়েছেন। তিনি জানিয়েছেন, মূর্তি বসানোর জন্য খরচ তাঁরাই বহন করবেন। তাঁরা কেবল প্রশাসনের কাছে জায়গা চেয়েছেন। সাইদুল হক জানিয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ধমানে মাঝে মাঝেই আসতেন। তিনি থাকতেন বর্ধমান শহরের পার্কাস রোডের একটি বাড়িতে। সেই বাড়ি লাগোয়া একটি পুকুরে তিনি স্নানও করতেন। কিন্তু বর্তমানে সেই বাড়িও নেই, উধাও সেই পুকুরও। এদিন তাঁরা জেলাশাসকের কাছে সেই পুকুরটিকে সংস্কার করে বিদ্যাসাগরের নামাঙ্কিত করার আবেদন জানিয়েছেন। একইসঙ্গে বর্ধমান শহরের শ্যামসায়র – যাকে ঘিরেও বিদ্যাসাগরের স্মৃতি জড়িয়ে রয়েছে – সেই শ্যামসায়র এখন অনেকটাই জবরদখল হয়ে রয়েছে। সেই জবরদখল মুক্ত করে শ্যামসায়রের নাম বিদ্যাসাগরের নামে করারও তাঁরা আবেদন জানিয়েছেন। এরই পাশাপাশি বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকীকে সামনে রেখে তাঁকে শ্রদ্ধা জানাতে বর্ধমান শহরের গুডসেড রোড এবং গোলাপবাগ এলাকার রাস্তাকে বিদ্যাসাগরের নামে করার আবেদন জানিয়েছেন। জেলাশাসক বিজয় ভারতী এই আবেদনগুলির প্রতি সহানুভূতির সঙ্গে বিচার করবেন বলে জানিয়েছেন। যদিও বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি চাইছেন আগামী ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবাষির্কী উদযাপিত হতে চলেছে। তার আগে তাঁদের এই দাবী পূরণ করুক জেলা প্রশাসন।
Tags Ishwar Chandra Ishwar Chandra Bandyopadhyay Ishwar Chandra Vidyasagar Vidyasagar
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …