বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরামবাগ-বরাকর রুটের যাত্রীবাহী একটি বাস। দ্রুতগতিতে আরামবাগ থেকে বরাকরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাঁদের নবাবহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কের নবাবহাট সংলগ্ন এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরামবাগ-বরাকর রুটের বাসটি দ্রুত গতিতে আরামবাগের দিক থেকে বরাকরের দিকে যাচ্ছিল ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে। সেই সময় নবাবহাট সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুরগামী লেনের পাশে নয়নজুলিতে উল্টে যায় বাসটি। ঘটনায় বাসের ২ জন হেল্পার ও ২ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নবাবহাট এলাকার একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেন বেশকিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পরে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ।
Tags 19 no national highway Arambagh Arambagh-Barakar Barakar Bus National Highway National Highway 19 National Highway No 19 NH 19 NH19
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …