বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাঢ়কৃষ্টি ওয়েলফেয়ার-এর উদ্যোগে সোমবার থেকে দুদিন ব্যাপী বর্ধমানের ১০৮ শিব মন্দির সভাগৃহে শুরু হল শিল্প শিবির। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোট ২৮জন খ্যাতনামা শিল্পী এদিন হাতে রং তুলি নিয়ে আঁকলেন নানান ছবি। এদিন এই শিবিরের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের অনগ্রসর শ্রেণি দপ্তরের আধিকারিক তথা বর্ধমান দক্ষিণের প্রাক্তন মহকুমা শাসক কৃষ্ণেন্দু মণ্ডল। উপস্থিত ছিলেন ১০৮ শিব মন্দির ট্রাস্ট কমিটির সহ-সম্পাদক গৌতম তা, রাঢ়কৃষ্টি ওয়েলফেয়ারের সম্পাদক শিল্পী প্রদ্যুত পাল প্রমুখরা। এদিন প্রদ্যুত পাল জানিয়েছেন, আগামী প্রজন্মের মধ্যে শিল্পবোধকে জাগ্রত করার পাশাপাশি খ্যাতনামা শিল্পীদের চোখের সামনে থেকে তাঁদের আঁকাকে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এই সমস্ত শিল্পীরা বিভিন্ন দেশ বিদেশে গিয়ে ছবি আঁকেন। আগামী প্রজন্ম যাতে উৎসাহ পায় সেই লক্ষ্য নিয়েই গত ৬ বছর ধরে এই শিবিরের আয়োজন করা হচ্ছে। এদিন যে ২৮জন শিল্পী অংশ নেন, তার মধ্যে ৪জন মহিলা শিল্পীও রয়েছেন। মঙ্গলবার শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। উল্লেখ্য, এদিন ১০৮ শিব মন্দির ট্রাস্ট কমিটির সহ-সম্পাদক গৌতম তা শিল্পীদের কাছে আবেদন রাখেন তাঁদের আঁকা ছবি যা ১০৮ শিব মন্দিরের সঙ্গে সাযুজ্য বজায় রাখতে পারে এমন ছবি ট্রাস্ট কমিটিকে দান করলে তা জনসাধারণের জন্য সারাবছর উন্মুক্ত করে রাখা হবে। এদিন শিল্প শিবিরের উদ্বোধন করে কৃষ্ণেন্দু মণ্ডল বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা থাকে। কখনও কখনও তা প্রকাশিত হয়। একজন শিল্পীর শৈল্পিক বোধই পারে মানুষের চেতনাকে সঠিক দিকে প্রসারিত করতে। অন্যদিকে, প্রদ্যুত পাল এদিন জানিয়েছেন, বর্ধমানে অঙ্কন শিল্পীরা উঠে আসছে। কিন্তু এখনও কোনো স্থায়ী গ্যালারি গড়ে ওঠেনি। এব্যাপারে তাঁরা প্রশাসনের কাছে স্থায়ী গ্যালারির জন্য আবেদন জানাতে চলেছেন।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …