Breaking News

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই ১০০ দিনের কাজের বকেয়া টাকা ঢুকল শ্রমিকদের অ্যাকাউন্টে, খুশিতে আবির মেখে অকাল হোলি জামালপুরে

As announced by the Chief Minister, the arrears of 100 days of work have been paid to the workers' accounts.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একেবারেই প্রতিশ্রুতি তথা দেওয়া কথা অনুযায়ী কাজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি ঘোষণা করেছিলেন ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার মেটাবে এবং ওইদিন থেকেই ১০০ দিনের কাজ করা শ্রমিকদের বকেয়া টাকা তাঁদের অ্যাকাউন্টে চলে যাবে। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু হল ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার কাজ। গোটা জেলায় ১০০ দিনের কাজের এই টাকা প্রদান যাতে সুষ্ঠভাবে হয় সেজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। As announced by the Chief Minister, the arrears of 100 days of work have been paid to the workers' accounts. পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল জানিয়েছেন, গোটা জেলা জুড়েই এই বকেয়া টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর এই কাজ যাতে সঠিকভাবে হয় তারজন্যই খোলা হয়েছে কন্ট্রোল রুম, যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায়। উল্লেখ্য, এদিন প্রথম জেলায় জামালপুর ব্লকে এই টাকা ঢোকার খবর আসে। আর এই খবরে কার্যত অকাল হোলিতে মাতেন জামালপুরের মানুষ। ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেয়ে আবির মেখে খুশিতে মাতলেন জামালপুরবাসী। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান এদিন জামালপুর ১অঞ্চলের বেত্রাগড় গ্রামে গিয়ে সকলকে মিষ্টিমুখ করান। উল্লেখ্য, জামালপুর ব্লকে ৮ হাজার ৯০০ জন শ্রমিকের মধ্যে ইতিমধ্যে ৩ হাজার শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এই ব্লকে মোট বকেয়া টাকার পরিমাণ ৪ কোটি ২১ লক্ষ টাকা। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধানচন্দ্র রায় জানিয়েছেন, গোটা জেলার ২৩টি ব্লকের মোট ২ লক্ষ ৬৭ হাজার ২৫ জন ১০০ দিনের কাজ করা শ্রমিকদের জন্য বকেয়া টাকার পরিমাণ প্রায় ৮৬ কোটি ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩৪ টাকা। এরমধ্যে সোমবার গোটা জেলায় ৮৭ হাজার ৮৫১ জন শ্রমিকের ২৩ কোটি ৩৯ লক্ষ ৪৯ হাজার ৬৪৪ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। As announced by the Chief Minister, the arrears of 100 days of work have been paid to the workers' accounts.

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *