বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৯৯০ সাল থেকে জুতো পরা ছেড়েছেন। একের পর এক অত্যাচারেও দমেননি জয়দেব বাগ্দী, বিজেপি ক্ষমতায় না আসলে জুতোই পরবেন না তিনি এমন প্রতিজ্ঞাই করে বসেছেন পঞ্চাশোর্ধ পূর্ব বর্ধমানের বুদবুদ থানার দেবশালা গ্রামের বাসিন্দা জয়দেব বাগদি। সিপিএম, তৃণমূল কংগ্রেসের একের পর এক অত্যাচার হয়েছে তাঁর পরিবারের ওপর। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে তাঁর বাঁ কাঁধের হাড়ও ভেঙ্গে গেছে। তাঁর স্ত্রীকে ২০১১ সালে বিধানসভা নির্বাচনের সময় এমন মারধর করা হয়েছিল যে তিনি এখনও চিকিত্সা করাচ্ছেন। কয়েকজনের বিরুদ্ধে বর্ধমান আদালতে মামলাও চলছে। কিন্তু তাতেও বিজেপির প্রতি তাঁর ভালবাসা এতটুকু কমেনি। আর তাই তিনি প্রতিজ্ঞা করেছেন রাজ্যে যতদিন না বিজেপি ক্ষমতায় আসবে ততদিন তিনি জুতো পরবেন না। ১৯৯০ সাল থেকেই তিনি এই প্রতিজ্ঞা পালন করছেন। বুধবার তাঁর এই প্রতিজ্ঞার কথা জানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং অহলুওয়ালিয়াকেও। তাঁর একটাই স্বপ্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। আর সেদিন তিনি ফের জুতো পরবেন। না হলে এভাবেই চলবে। জানিয়েছেন, বিজেপি করার জন্য অত্যাচারের জেরে তিনি দীর্ঘদিন অন্য রাজ্যে কাটাতে বাধ্যও হয়েছেন। বুধবার জয়দেববাবু এসেছিলেন বর্ধমান আদালতে মামলার প্রয়োজনে। সেই সময় তিনি দেখতে পান বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং অহলুওয়ালিয়াকে। তাঁকে ফুলের স্তবক দিয়ে বরণও করেন জয়দেববাবু। তিনি জানিয়েছেন, তাঁর এই প্রতিজ্ঞার কথা বিজেপির রাজ্য নেতৃত্বও জানেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মাঝে মাঝেই তাঁর খোঁজ খবর নেন। খোঁজ নেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দীও। জানিয়েছেন, তাঁর একটাই স্বপ্ন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসুক। আর সেই স্বপ্ন নিয়েই তিনি তাঁর প্রতিজ্ঞা পালন করে চলেছেন।
Tags BJP
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …