গুসকরা (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই রাতেই গুসকরায় দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক গনেশ সরকার-সহ অন্যান্যরা। শনিবার প্রথম পর্বের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান পূর্ব লোকসভা ক্ষেত্রের অন্তর্গত ৭ টি বিধানসভা এলাকাই পূর্ব বর্ধমান জেলার। বর্ধমান-দুর্গাপুর লোকসভার ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলার ৪ টি বিধানসভা এলাকার পাশাপাশি যুক্ত রয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুটি বিধানসভা এলাকা। বিষ্ণুপুর লোকসভার ক্ষেত্রে বাঁকুড়া জেলার ৬ টি বিধানসভা এলাকার পাশাপাশি যুক্ত রয়েছে পূর্ব বর্ধমান জেলার খন্ডোঘোষ বিধানসভা এলাকা। একইভাবে বোলপুর লোকসভার ক্ষেত্রে বীরভূম জেলার ৪ টি বিধানসভা এলাকার পাশাপাশি যুক্ত রয়েছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রাম বিধানসভা এলাকা। শনিবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় ঘোষণা করা হয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁ এবং বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার নাম। প্রিয়া সাহা বীরভূমের সাঁইথিয়া কেন্দ্রে গত দুটি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। এবার লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে সামিল প্রিয়া সাহা। তাঁর সমর্থনে এদিন যুবমোর্চার তরফে দেওয়াল লিখন করা হল।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …