বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এখনও প্রার্থী ঘোষণা হয়নি, তারই মাঝে শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন রায়ান গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি জায়গায় বিজেপির সমর্থনে প্রচারে ঝড় তুলে দিয়ে গেলেন আসামের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, খাদ্য ও নাগরিক সরবরাহ এবং আইন ও বিচার বিভাগের রঞ্জিত কুমার দাস। আসাম রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রী এদিন অবলীলায় সাধারণ মানুষের সঙ্গে মিশলেন, কথা বললেন। সঙ্গে মাত্র একজন সিকিউরিটি। আর তা নিয়েই এদিন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিন রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, এখনও বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী ঘোষণা না হলেও মানুষ বিজেপিকে ভোট দেবেন, মোদিজীকে দেখে ভোট দেবেন। তাঁর দাবি, গতবারের তুলনায় এবার আরও প্রায় ১০ শতাংশ ভোট বেশি পাবে বিজেপি। উল্লেখ্য, এদিন সকালে আসামের এই মন্ত্রীকে নিয়ে রায়ান গ্রাম পঞ্চায়েতের নাড়ীগ্রামে কৃষক সম্পর্ক অভিযান করা হয়। এরপর রায়ান গ্রামে গ্রাম সম্পর্ক অভিযান করা হয়। বিকালে সাংবাদিক বৈঠকের পর শহরের বিদ্বজনদের সঙ্গে আলোচনায় বসেন রঞ্জিত কুমার দাস।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …