বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দেওয়ায় অভিযুক্ত আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করেন। তাঁর আইনজীবী কৈলাশ দত্ত জামিনের সওয়ালে বলেন, অভিযুক্ত বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়ে তদন্তকারী অফিসার ডেকে পাঠান। নোটিশ পেয়ে বিধায়ক তদন্তকারী অফিসারের সামনে হাজির হন। তিনি তদন্তে সব ধরনের সহযোগিতা করছেন। যে কোনও শর্ত তাঁর জামিন মঞ্জুর করা হোক। সওয়াল শুনে অভিযোগকারীকে কোনও রকম বিরক্ত না করা এবং নিয়মিত আদালতে হাজিরার শর্ত অভিযুক্ত বিধায়কের জামিন মঞ্জুর করেন সিজেএম।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিষয়ে গত ৯ নভেম্বর তৃণমূল নেতা উজ্জ্বল পাল আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১), ৫০৬(২) ও ১১৫ ধারায় মামলা রুজু হয়। অভিযোগে জানানো হয়, গত ৫ নভেম্বর দুপুরে গুসকরায় এক বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আউশগ্রামের বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে প্রাণে মারার চক্রান্ত করেন। কাটোয়ার বিধায়ক আউশগ্রামে এলে তাঁকে প্রাণে মেরে ফেলার বিষয়ে প্ররোচনামূলক বক্তব্য রাখেন আউশগ্রামের বিধায়ক। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ধরনের বিবৃতির ফলে জেলা সভাপতির প্রাণনাশের সম্ভাবনা থেকে যায় বলে অভিযোগে জানানো হয়।