Breaking News

৫২ বছরের বর্ধমান রবীন্দ্র ভবনকে সরকারীভাবে অধিগ্রহণ করার প্রস্তাব মুখ্যমন্ত্রীকে

Authority proposes Chief Minister to take over 52-year-old Burdwan Rabindra Bhawan to the state government

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কয়েক লক্ষ টাকা খরচ করে আধুনিকীকরণের নামে সংস্কার করা হয়েছিল বর্ধমান রবীন্দ্র ভবনের। কিন্তু ২ বছর যেতে না যেতেই রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহের ছাদের আধুনিকীকরণ খুলে পড়ে্ যেতে শুরু করেছে। ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে জল। এয়ারকণ্ডিশন নয়, ভেতরের গরম হাওয়াকে বাইরে বার করে সেখানে বাইরের ঠাণ্ডা বাতাসকে হলের মধ্যে পাঠানোর একটি বিশালাকার যন্ত্র এবং তার পরিকাঠামো এই আধুনিকীকরণের টাকায় খরচ করা হলেও বাস্তবে তার কোনো সুফলই আসেনি। কার্যত যে টাকা খরচ করে বর্ধমান উন্নয়ন সংস্থা ওই আধুনিকীকরণের কাজ করেছিল সেই টাকাটাই জলে গেছে বলে সমালোচনাও কম হয়নি। ধীরে ধীরে প্রায় ৫২ বছরের প্রতিষ্ঠান বর্ধমান শহরে রবীন্দ্রচর্চার একমাত্র পীঠস্থান হিসাবে গড়ে ওঠা রবীন্দ্রভবন যতদিন যাচ্ছে ততই রুগ্নতর হয়ে পড়ছে। আর দীর্ঘদিন ধরে এই অবস্থা চলার পর এবং দীর্ঘদিন ধরে জেলার প্রশাসনিক স্তর থেকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছেও দরবার করে কোনো সুফল না হওয়ায় এবার বর্ধমানের সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী এই পীঠস্থান রবীন্দ্র ভবনকে বাঁচাতে সরকারের কাছে তা অধিগ্রহণের আবেদন জানানো হল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এবং রবীন্দ্রচর্চার জন্য তৈরী হওয়া এই রবীন্দ্রভবনে রয়েছে বহু মূল্যবান বইয়ের লাইব্রেরী, সংগ্রহ শালা। দু কাঠা জমির ওপর তৈরী ভবনের পাশাপাশি সম্প্রতি বর্তমান সম্পাদক আশীষ বিশ্বাসের উদ্যোগে আয় বাড়াতে তৈরী হয়েছে একটি আলাদা ভবনও। Authority proposes Chief Minister to take over 52-year-old Burdwan Rabindra Bhawan to the state government গত সোমবার পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে তিনি প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকেই পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বর্ধমান রবীন্দ্র ভবনকে অধিগ্রহণের এই আবেদন মুখ্যমন্ত্রীর হাতে সঁপে দেন। যদিও মুখ্যমন্ত্রী এব্যাপারে এখনই কিছু না জানালেও রবীন্দ্র ভবনের বর্তমান পরিচালন কমিটি আশান্বিত হয়েছেন রবীন্দ্রভবনকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। রবীন্দ্রভবনের পরিচালন কমিটির সম্পাদক আশীষ বিশ্বাস জানিয়েছেন, রবীন্দ্রভবন পরিচালনার জন্য প্রতিমাসে প্রায় ১ লক্ষাধিক টাকা খরচ হয়। কিন্তু সে অর্থে রবীন্দ্রভবনের আয় নেই। ফলে রক্ষণাবেক্ষণের তীব্র সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাঁদের। তবুও তাঁরা চেষ্টা করছেন। বর্তমানে কেয়ারটেকার, ঝাড়ুদার, নৈশ প্রহরী সহ মোট ৪জন কর্মী রয়েছেন। কিন্তু নামমাত্র টাকায় তাঁদের মাসিক বেতন দিতে হয় -যা অমানবিকও। আশীষবাবু জানিয়েছেন, অনেক দিন ধরেই তাঁরা সরকারের কাছে এব্যাপারে আবেদন জানিয়ে আসছেন। সরকারী অনুদানের জন্যও জানিয়েছেন। কিন্তু সে অর্থে তাঁরা কিছু পাননি। সাম্প্রতিক কালে কেন্দ্রের টেগোর কালচারাল কমপ্লেক্স নামে একটি প্রকল্পে ১ কোটি ১১ লক্ষ টাকা পাওয়া যায়। ওই টাকার মধ্যে কিছু টাকা বরাদ্দ হওয়ায় তা দিয়ে বর্ধমান উন্নয়ন সংস্থা বর্ধমান রবীন্দ্রভবনের সংস্কারের কাজ করে। আশীষবাবু জানিয়েছেন, বর্ধমান রবীন্দ্রভবনের রুগ্নপ্রায় অবস্থার জন্য রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর কাছেও তাঁরা আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও কোনো উত্তর আসেনি। এদিকে, গত সোমবার বর্ধমানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতে আসায় এই অধিগ্রহণ সংক্রান্ত আবেদন তাঁর হাতে দেওয়া হয়। এব্যাপের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, সরকার রবীন্দ্রভবন অধিগ্রহণ করলে তা ভালই হবে। সাংস্কৃতিক চর্চা ভালভাবে করা যাবে। রবীন্দ্র ভবন পরিচালন কমিটির আবেদন তিনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন। অন্যদিকে, জেলা তথা ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানিয়েছেন, ২০১৭ সালে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে রাজ্যের ২৩টি জেলার সরকারী ও বেসরকারী রবীন্দ্রভবনগুলির স্ট্যাটাস জানতে চায়। সেই সময় বর্ধমান রবীন্দ্রভবনের অবস্থা জানিয়ে কি প্রয়োজন এবং অধিগ্রহণের প্রস্তাবও পাঠানো হয়। তবে এখনও কোনো উত্তর আসেনি। সম্প্রতি রবীন্দ্র ভবন সংস্কার এবং রবীন্দ্র ভবন পরিচালনার জন্য বরাদ্দ অর্থের জন্যও আবেদন পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, রবীন্দ্রভবনকে সংস্কার ও আধুনিকীকরণ করা হলে তা ভাল হবে। তিনি জানিয়েছেন, বর্ধমান শহরে সংস্কৃতি ছাড়া বড় আসনের তেমন কোনো প্রেক্ষাগৃহ নেই। তাই রবীন্দ্রভবনকে আধুনিকীকরণ করা হলে তা ভালই হবে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *