বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দুর্গা উৎসব উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘মা-এর কানির্ভাল ২০২৩’-এ অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরাদের পুরস্কৃত করা হল। শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষেরাও। এদিন মঞ্চে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ইন্দ্রনীল সেন এবং যাত্রার সংলাপ বলে রীতিমতো মঞ্চ মাতিয়ে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। মা কানির্ভালে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থানাধিকারী লাল্টু স্মৃতি সংঘ, যৌথভাবে দ্বিতীয় স্থানাধিকারী আলমগঞ্জ বারোয়ারি এবং সবুজ সংঘ এবং তৃতীয় স্থানাধিকারী ন্যাচারাল সিটিতে আয়োজিত পুজো কমিটিকে এদিন তাঁদের ট্রফি এবং আর্থিক পুরষ্কারমূল্যের চেক তুলে দেওয়া হয়। এই মঞ্চ থেকেই মহরমে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরও পুরস্কৃত করা হয়। অপরদিকে, এদিন মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি থাকা নিয়ে রীতিমতো বিতর্ক দেখা দিয়েছে। জেলা কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার জানিয়েছেন, খোদ জেলাশাসক যে মঞ্চে উপস্থিত সেখানে এই ছবি তাঁকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল।
Tags Durga Durga Carnival Durga Festival Durga Puja Durga Puja Carnival
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …