Breaking News

অনুমোদন ছাড়া এলএলবি পড়ানোয় বর্ধমান বিশ্ববিদ্যালয়কে জরিমানা করল বার কাউন্সিল অব ইন্ডিয়া

The University of Burdwan - Academic Campus - Golabbag Campus

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  অনুমোদন ছাড়াই এলএলবি পড়ানোর জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়কে জরিমানা করল বার কাউন্সিল অব ইন্ডিয়া। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, জরিমানা বাবদ ৮ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য নিের্দশ দিয়েছে বার কাউন্সিল। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়। তাতে পড়ুয়াদের কথা মাথায় রেখে জরিমানার টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক অনুমোদনের জন্য ৩ লক্ষ এবং জরিমানার টাকা নিয়ে দিল্লি গিয়েছেন। মঙ্গলবার বার কাউন্সিল অব ইন্ডিয়ার অফিসে টাকা জমা পড়েছে। কার গাফিলতিতে বিশ্ববিদ্যালয়কে জরিমানা দিতে হল তা নিয়ে জোর চর্চা চলছে। যার গাফিলতিতে বিশ্ববিদ্যালয়কে জরিমানা দিতে হল তার কেন শাস্তি হবেনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
     ২০১২ সাল থেকে অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয়ে এলএলবি পড়ানো হচ্ছে। কিছুদিন আগে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নজরে আসে। বার কাউন্সিল থেকেও ই-মেল পাঠিয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরই কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক ও আইন বিভাগের এক অধ্যাপক দিল্লিতে যান। বার কাউন্সিলের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তাঁরা। এরপর জরিমানা দিয়ে অনুমোদন পুনরনবীকরণ করার জন্য বলে বার কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির সেক্রেটারি কল্যাণ মুখোপাধ্যায় ফোনে বলেন, বার কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের বকেয়া টাকা জমা পড়ে গিয়েছে। ফলে, কারও কোনও সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সমস্যায় পড়ুক তা আমরা কখনই চাইনা। বার কাউন্সিলের অনুমোদন নিয়ে সাময়িক সমস্যা হয়েছিল। আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন বিভাগের ছাত্র-ছাত্রীদের কোনও সমস্যা থাকবে না। দিল্লি থেকে রিপোর্ট মেলার পর এনিয়ে এক্সিকিউটিভ কাউন্সিলে আলোচনা করব।কেন সময়ে কাজ হয়নি তা খতিয়ে দেখা হবে। তাতে যদি কারও দোষ পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *