Breaking News

মনোনয়নপত্র জমা দিলেন বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব কেন্দ্রের এসইউসিআই(সি) প্রার্থী তসবিরুল ইসলাম ও নির্মল মাঝি তৃণমূল, বিজেপি, সিপিআই(এম)-কে চাইছে না সাধারণ মানুষ - তসবিরুল ইসলাম

Bardhaman-Durgapur and Bardhaman Purba Lok Sabha constituencies SUCI(C) candidates Tasbirul Islam and Nirmal Majhi have submitted their nomination papers

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হতেই প্রথম দিনে মনোনয়নপত্র দাখিল করলেন বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এসইউসিআই(সি) প্রার্থী ডা. তসবিরুল ইসলাম এবং নির্মল মাঝি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক কে রাধিকা আইয়ার এবং বর্ধমান পূর্বের রিটার্নিং অফিসার হিসাবে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয় দাস এদিন মনোনয়নপত্র জমা নিলেন। বৃহস্পতিবার বর্ধমান রেল স্টেশন থেকে মিছিল করে কোর্ট কম্পাউন্ড এলাকায় পৌঁছে এসইউসিআই(সি)-র দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। Bardhaman-Durgapur and Bardhaman Purba Lok Sabha constituencies SUCI(C) candidates Tasbirul Islam and Nirmal Majhi have submitted their nomination papers এদিন মনোনয়নপত্র দাখিল করে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের এসইউসিআই(সি) প্রার্থী ডা. তসবিরুল ইসলাম জানিয়েছেন, জেতার ব্যাপারে তিনি পূর্ণ আশাবাদী। যদিও তিনি এদিন স্বীকার করেছেন এই কেন্দ্রের সমস্ত বুথে এজেন্ট দেবার মত পরিকাঠামো এখনও তাঁদের তৈরি হয়নি। তাঁরা চেষ্টা করছেন যত বেশি সংখ্যায় এজেন্ট দেওয়া যায়। তিনি জানিয়েছেন, প্রচারে বেড়িয়ে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছেন তিনি। তার মূল কারণ নির্বাচনী লড়াইয়ে থাকা তৃণমূল, বিজেপি বা সিপিএমের কর্মকাণ্ডে মানুষ বীতশ্রদ্ধ। সিপিএমের ৩৪ বছরের শাসন মানুষ দেখেছে। বর্তমানে তৃণমূল সরকারের আমলের দুর্নীতি, স্বজনপোষণও মানুষ দেখছেন। একইসঙ্গে বিজেপি সরকারের দেউলিয়াপনা এবং স্বৈরতান্ত্রিক মানসিকতাও মানুষ দেখছেন। ধর্মের নামে বিভাজন মানুষ গ্রহণ করছে না। তাই মানুষ চাইছেন তাঁর এলাকাগত সমস্যা মিটুক এবং দেশে একটা শান্তির সরকার তৈরি হোক। তসবিরুল ইসলাম জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে তাঁর কেন্দ্রের বেশ কয়েকটি রেল ওভারব্রীজ তৈরির পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করবেন। Bardhaman-Durgapur and Bardhaman Purba Lok Sabha constituencies SUCI(C) candidates Tasbirul Islam and Nirmal Majhi have submitted their nomination papers

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *