Breaking News

বর্ধমানের হাট ও বাজার সম্পর্কে তথ্য সংগ্রহে নামল বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র

Bardhaman Itihas o purattava chorcha kendro has come to collect information about Burdwan market

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার পূর্ব বর্ধমান জেলার হাট, বাজার নিয়ে তথ্য সংগ্রহে নামল বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র। রবিবার বর্ধমানের জাগরী সভাঘরে এই চর্চা কেন্দ্রের ১৬তম বর্ষপূর্তিতে বর্ধমান জেলার হাট বাজার নিয়ে একদিনের রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হল। এই কর্মশালায় স্মারক সম্মান দেওয়া হয় অজয় পত্রিকাকে, ড. সোমা মুখোপাধ্যায় এবং কুন্তল অধিকারীকে। জীবন কৃতি সম্মান দেওয়া হয় শম্ভু ভট্টাচার্য্যকে। কর্মশালার আলোচনায় অংশ নেন ড. রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, ড. প্রসেনজিত সরকার, লক্ষ্মীকান্ত পাল, নয়নিকা যশ, সৈয়দ সেরিনা, ড. সুজয় অধিকারী, ড. যুগল মুখোপাধ্যায়, হিমাদ্রি শংকর দে-সহ মোট ১৪জন। এই বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক ড. সর্বজিত যশ জানিয়েছেন, এক একসময় তাঁরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করেন। এবার তাঁরা বর্ধমান জেলার হাট ও বাজার নিয়ে কাজ করতে নামলেন। তিনি জানিয়েছেন, বর্ধমান জেলায় বহু প্রসিদ্ধ হাট ও বাজার বন্ধ যেমন হয়ে গেছে, তেমনি অনেক নতুন নতুন বাজার ও হাট তৈরি হয়েছে। এই সমস্ত হাটের ইতিহাসকে তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ। Bardhaman Itihas o purattava chorcha kendro has come to collect information about Burdwan market উল্লেখ্য, চলতি সময়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং কোথাও কোথাও শাসকদলের নেতাদের উদ্যোগে নতুন করে সবজি হাটের পাশাপাশি কাপড়ের হাটও শুরু হয়েছে। ফলে সেই সমস্ত নতুন হাট ও বাজারের ইতিহাসকেও যাতে ধরে রাখা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এদিন বর্ধমানের সেহারাবাজারের হাট, একলক্ষ্মীর হাট ও বাজার, শ্যামসুন্দর হাট, দলুইবাজার হাট, জামালপুর ব্লকের আঝাপুর ও চৌবেড়িয়ার হাট বাজার, বোহার ও সাতগেছিয়া গ্রামের হাট ও বাজার, ইতিহাসের প্রেক্ষাপটে তেহাট্টা, হাটবেলে ও হাট কালনার হাট ও বাজার, বড়শুল হাট, নাদনঘাট, ধাত্রীগ্রাম ও বৈদ্যপুরের হাট বাজার, সেনেরডাঙা, সিঙ্গারকোণ ও সুলতানপুরের হাট, ইংরেজি সাহিত্যে হাট বাজারের কথা, রায়নার হাট, গ্রামাঞ্চলের কয়েকটি হাটের কথা এবং খণ্ডঘোষ গ্রামের হাট শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *