বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ‘আসুন রক্তের সম্পর্ক গড়ে তুলি’ এই আবেদনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করল বর্ধমান প্রেস ক্লাব। রবিবাসরীয় সকালে পূর্ব বর্ধমানের বৈদ্যনাথ কাটরায় ‘দুই পৃথিবী’ কফি হাউসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন ।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু। তিনি বলেন, রক্তদানের মতো মহৎ কাজে বর্ধমান প্রেস ক্লাবের সাংবাদিকবন্ধুরা এগিয়ে এসেছেন, এই উদ্যোগ প্রশংসাযোগ্য। উপস্থিত ছিলেন উত্তম সেনগুপ্ত, খোকন দাস, শিবশঙ্কর ঘোষ, বর্ধমান আদালতের আইনজীবী উদয় কোনার, সমাজসেবী সফিকুল ইসলাম, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ‘গাছমাস্টার’ অরূপ চৌধুরী প্রমুখ। সকলেই বর্ধমান প্রেস ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অরূপবাবু প্রতি রক্তদাতার হাতে একটি করে টগর গাছের চারা তুলে দিয়ে বলেন, রক্তদানের এই উদ্যোগ গাছের মধ্যে দিয়ে ফুলে ফুলে কুসুমিত হোক।
সংগঠনের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সারা বছর নানা সামাজিক কর্মসূচি নিয়ে থাকি। আগামী দিনেও আমরা এরকম জনহিতকর উদ্যোগ নেব। বর্ধমান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঋষিগোপাল মন্ডল বলেন, সাংবাদিকবন্ধুদের পাশাপাশি সমাজের নানা স্তরের মানুষ যেভাবে আমাদের এই উদ্যোগককে সফল করে তুলেছেন তাতে আমরা আপ্লুত। তিনি বলেন, ‘সঞ্জীবনী ওয়েলফেয়ার সোসাইটি’র মাধ্যমে ৭০ জন দাতার রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরকে সামনে রেখে এভাবেই আমরা মানুষে-মানুষে রক্তের সম্পর্ককে বাঁচিয়ে রাখব।