Breaking News

বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থীকে মারধর করার অভিযোগ

Bardhaman Purba BJP candidate Paresh Chabdra Das has been attacked by Trinamool Congress supporters. At Kalna, Purba Bardhaman

কালনা (পূর্ব বর্ধমান) :- সোমবার দুপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে করতে গিয়ে আক্রান্ত হলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে৷ প্রার্থীর গাড়ি ভাঙচুর করার পাশাপাশিতাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে হাতিয়ার করে জেলাপ্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷ বিজেপির দলীয় সূত্রে জানানো হয়েছেছাপ্পা ভোটের অভিযোগের খবর পেয়ে এদিন দুপুরে কালনার মহিষমর্দিনী গার্লস হাইস্কুলের ৯/১৭ নম্বর বুথ পরিদর্শনে যান বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাস৷ তাঁর অভিযোগবুথের কাছে পৌঁছাতেই তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা৷ তাঁর গাড়ি ভাঙচুর করা হয়৷ তাঁকেও শারীরিক ভাবে নিগ্রহ করা হয়৷ হুমকি দেওয়া হওয়া হয় তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার৷ Bardhaman Purba BJP candidate Paresh Chabdra Das has been attacked by Trinamool Congress supporters. At Kalna, Purba Bardhaman স্থানীয় সূত্রে খবরএই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ কিছুটা হলেও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ৷ তবে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন৷ বিজেপি সূত্রে খবরস্থানীয় তৃণমূলের দাপুটে নেতা তথা কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগের নেতৃত্বে এই হামলা চালান হয়েছে৷ এই ঘটনার পরই প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ যদিও পাল্টা পল্টু বাগ জানিয়েছেনগাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েছিলেন বিজেপি প্রার্থী৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তিনি৷ সেটারই প্রতিবাদ করেন তিনি৷ মারধরের বিষয়ে মিথ্যা কথা বলছেন বলেও পালটা অভিযোগ করেন এই তৃণমূল নেতা৷ আক্রমণের কথাও অস্বীকার করে পল্টু বাগ জানিয়েছেনএই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল৷

Bardhaman Purba BJP candidate Paresh Chabdra Das has been attacked by Trinamool Congress supporters. At Kalna, Purba Bardhaman

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *