Breaking News

“আমার পাঠশালা”-র উদ্যোগে আয়োজিত হলো ‘বর্ষবরণ, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব’

"Barsha Baran - 2024, Gunijan Samvardhana and Sammilani Utsav" was organized under the initiative of "Aamar Pathshala"

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- “আমার পাঠশালা”-র উদ্যোগে আয়োজিত হলো ‘বর্ষবরণ – ২০২৪, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব’। রবিবার কেশবগঞ্জ চটি এলাকায় বর্ধমান আদর্শ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক গাছ মাস্টার অরূপ চৌধুরি, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ঈদ বক্স, শিক্ষারত্ন পলাশ চৌধুরি, শিক্ষারত্ন তাপস কুমার পাল, বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরি, সেখ জাহাঙ্গির, সংগীত শিল্পী বিশ্বরূপ চক্রবর্তী, সমাজসেবী তাপস কুমার রুদ্র, পূর্ব বর্ধমান জেলা সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শাসমল হাটী, সহকারী বিদ্যালয় পরিদর্শক সুদীপ্ত পাল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাধব ঘোষ, জগন্নাথ ভৌমিক, সফিকুল ইসলাম, ডাঃ রামনারায়ণ দাস, তাহের আলী সেখ, লাবণ্য রায়, অম্লান মজুমদার, বিপুল সন্ন্যাসী, সুবোধ মালিক প্রমুখ। আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক ও সভাপতি মিন্টু পান্ডে জানিয়েছেন, তাঁরা সারা বছরই দুঃস্থ, সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে নানান ধরনের কাজ করে থাকেন। এই শিশুদের সমাজে উত্তরণের জন্য বিনামূল্যে শিক্ষাদানের পাশাপাশি তাঁরা কখনও বস্ত্র প্রদান করেন আবার কখনও শিক্ষা সামগ্রী প্রদান বা চিকিৎসার সহায়তা প্রদান করে থাকেন। রবিবার আদর্শ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বর্ষবরণ অনুষ্ঠানের পাশাপাশি করা হয় গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব। এদিন ৫০ জন শিশুর হাতে পুষ্টিকর খাবারের পাশাপাশি শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়। ছিল সবাইকে নিয়ে দুপুরের আহারের ব্যবস্থাও। উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় “আমার পাঠশালা”-র ক্যালেন্ডার ও স্মারক।


Career Climb by Goutam Ghosal

Family Furniture @ Lia @ Add

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *