বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের উদ্যোগে তৃতীয় ন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে চ্যাম্পিয়ন হল বাংলা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠে শুক্রবার ফাইনালে বাংলা ২-০ গোলে উত্তরপ্রদেশকে হারায়। বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ থেকে মোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। ফাইনালে মুখোমুখি হয় উত্তরপ্রদেশ এবং বাংলা। এদিন বিশ্ববিদ্যালয়ের দুরশিক্ষা ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সভাপতি সুদর্শন বিশ্বাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দী-সহ ছিলেন ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি প্রোফেসর এ.কে. উপ্পল, জাতীয় সম্পাদক ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন পীযূষ জৈন, দ্রোণাচার্য এ.কে বনশাল, তপন পানিগ্রাহী, প্রাক্তন ফুটবলার জগদীশ চন্দ্র ঘোষ প্রমুখরা।
এদিন ফাইনালে প্রথম থেকেই উত্তরপ্রদেশকে কার্যত কোণঠাসা করে রাখে বাংলা দল। বাংলা দলকে এদিন চাঙ্গা করতে দলের কোচ কাজী নুরুল হুদা এবং টেকনিক্যাল ডিরেক্টর অনন্ত ঘোষ প্রথম থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠার পরামর্শ দেন। ফলে এদিন উত্তরপ্রদেশ কোনোভাবেই বাংলার আক্রমণকে প্রতিহত করে এগিয়ে যেতে পারেনি। উল্লেখ্য, এই টুর্নামেন্টে বাংলা একটিও গোল না খাওয়ার রেকর্ড গড়েছে। খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন শিবম সরকার এবং দ্বিতীয়ার্ধে গোল করেন রাজীব দাস। দ্বিতীয়ার্ধে কোনাকুনি শটে অসাধারণ গোল করেন ম্যাচের সেরা রাজীব দাস। যদিও খেলার শেষে টেকনিক্যাল ডিরেক্টর অনন্ত ঘোষ বলেন, বাংলা জিতেছে, কিন্তু আমি পারফর্মেন্সে সন্তুষ্ট নই। আমাদের সেই রেজাল্ট হয়নি। আমাদের ক্যাম্পও হয়নি, এখান থেকে ওখান থেকে ছেলে শেষ মুহূর্তে নিয়ে এসে টিম করা হয়েছে। তিনি জানান, সুব্রত কাপে আমাদের টিম যাবে। বাংলাদেশে ডিসেম্বরে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলবে। বর্ধমানে ক্যাম্প করা হবে। এখান থেকে ৩০ জন ছেলের একটা তালিকা করা হয়েছে। এছাড়াও ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়ার যেসমস্ত টিম আসেনি সেগুলিকেও আমন্ত্রণ করে একটা কেন্দ্রীয়ভাবে ক্যাম্প করে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা আছে। কল্যাণীতেও একটা আন্তর্জাতিক ম্যাচ হবে। সেখানেও এদের সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে। তিনি জানিয়েছেন, এই বয়সের গ্রুপে আন্তর্জাতিক ম্যাচ কম হয়।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …