Breaking News

দুই বাংলার সাংস্কৃতিক আদান প্রদানে ছেদ পড়েছে, তবে অবস্থার পরিবর্তন হবে – রজতাভ

Bengali movie "Kohinoor" will be released on November 15. Director Saurav Das told a press conference in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সম্প্রতি বাংলাদেশের ঘটনায় দুই দেশের মধ্যে সংস্কৃতির আদান-প্রদানে সাময়িকভাবে ছেদ পড়েছে। তবে আবার নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা রজতাভ দত্ত। শনিবার বর্ধমানে ‘কোহিনুর’ সিনেমার মুক্তি নিয়ে সাংবাদিক বৈঠকে যোগ দিতে আসেন রজতাভ দত্ত। আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই কল্পবিজ্ঞানের গল্প নিয়ে ছবি কোহিনুর। এই ছবিতে জেনারেল আদিত্যের ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ। ব্রিটিশ রিসার্চ অর্গানাইজেশনে সংরক্ষিত একটি হীরাকে চুরি করা এবং তাকে উদ্ধার করা নিয়েই রচিত হয়েছে চিত্র নাট্য। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ও অভিনেতা সৌরভ দাস, প্রযোজক ও অভিনেত্রী সৌমি দত্ত রায়, মৌবনী দলুই-সহ কয়েকজন সহ শিল্পীও। বর্ধমান থেকে তৈরি হওয়া এই ছবির সাফল্য নিয়ে এদিন উচ্ছ্বসিত রজতাভ দত্ত। তিনি জানিয়েছেন, এতদিন ধরে দর্শকরা যে ধরনের ছবি দেখে এসেছেন এই ছবি তার থেকে আলাদা। বিনোদনে টানটান। Bengali movie "Kohinoor" will be released on November 15. Director Saurav Das told a press conference in Burdwan ছবির প্রযোজক সৌমি দত্ত রায় জানিয়েছেন, বর্তমানে গোটা বিশ্বেই বড় সমস্যা দূষণ। দূষণ পৃথিবীকে ধ্বংস করছে। এই ছবিতে সেই দূষণের সমস্যা নিয়েও একটা সামাজিক বার্তা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি নারী শক্তির উত্থানকেও বড় করে তুলে ধরা হয়েছে। এদিন বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা এবং তার আগে দুই বাংলার মধ্যে যে শিল্পের আদান প্রদান ছিল সে সম্পর্কে বলতে গিয়েই এদিন রজতাভ বলেন, তিনি আশা করছেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানে এই ঘটনায় ছেদ পড়েছে। তিনি জানিয়েছেন, শিল্পীদের সাথে এই বিষয় নিয়ে কোনও লেনাদেনা নেই। কিন্তু শিল্পই সব থেকে সফট টার্গেট। এটার উপর প্রথম আঘাতটা এসে পরে। লোকের মনে হয় চারপাশে এত কিছু হচ্ছে এরা আবার নাচছে-গাইছে। নাচগানটাই তো এদের কাজ। এরা পেট চালায়, এদের পেট চললে চার পাশের আরও অনেক মানুষের পেট চলে। অন্যের কাছে অন্ন-বস্ত্র-বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নয় এই চলচ্চিত্র। কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে এটাই তাঁদের রুটি-রুজি। অন্যের কাছে এটা শৌখিনতা হতে পারে। তিনি বলেন, আমারও বেশ কয়েকটি কাজ বাংলাদেশের মুক্তির জন্য আটকে আছে। যদিও আমাদের দেশেও অনেকগুলি কাজ আটকে আছে। তবে অনেক সময় নানান কারণে মুক্তি পায়না এমন হয়েই থাকে। তবে তিনি আশাবাদী বৃহৎ বাংলার এই সাম্প্রতিক অবস্থার পরিবর্তন হবে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *