Breaking News

বাংলার ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনা কিভাবে খতিয়ে দেখতে বিহার সরকারের প্রতিনিধিদল বর্ধমানে

The Bihar government delegation visited Purba Bardhaman to find out how to manage the three-tier panchayat of West Bengal

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৯৭৭ সালের পর থেকে দীর্ঘদিন বিহারে পঞ্চায়েত নির্বাচনই হয়নি। ২০০২ সালের পর থেকে সেখানে পঞ্চায়েত নির্বাচন হলেও গোটা ভারতবর্ষে ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবাংলার মধ্যে পূর্ব বর্ধমান জেলা উল্লেখযোগ্য স্থান পাওয়ায় বিহার সরকার ৭জনের প্রতিনিধিদল পাঠালো পূর্ব বর্ধমান জেলায়। কিভাবে বাংলায় ত্রিস্তর পঞ্চায়েতে নিয়মিত নির্বাচন হয়কিভাবে পঞ্চায়েত পরিচালনা হয় সে সব বিষয়ে খোঁজ নিতেই শুক্রবার ও শনিবার পূর্ব বর্ধমান ঘুরে গেলেন এই প্রতিনিধিদল। The Bihar government delegation visited Purba Bardhaman to find out how to manage the three-tier panchayat of West Bengal শুক্রবার বিহার সরকারের পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এ এল মীনার নেতৃত্বে ৭ জনের প্রতিনিধি দল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সংগে বৈঠক করলেন। এই দলে রয়েছেন বিহার সরকার ইউনিসেফের মুখ্য ফিল্ড অফিসার এ রহমানও। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেনবাংলায় কিভাবে পঞ্চায়েতের কাজকর্ম চলছে সেই সব বিষয় খতিয়ে দেখবেন প্রতিনিধিরা। এরপর তাঁরা কয়েকটি গ্রাম পঞ্চায়েতও পরিদর্শন করবেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায় জানিয়েছেনবাংলায় ত্রিস্তর পঞ্চায়েতের কাঠামো এবং ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে কিভাবে সরকারী কাজকর্ম পরিচালনা করা হচ্ছে এবং সরকারী পরিষেবা কিভাবে নাগরিকদের মধ্যে পৌঁছাচ্ছে সব বিষয়ই এই প্রতিনিধিদলটি খোঁজখবর নেন। The Bihar government delegation visited Purba Bardhaman to find out how to manage the three-tier panchayat of West Bengal গোটা বাংলার মধ্যে একমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত পুরুষ ও মহিলা সদস্যদের স্থায়ী প্রশিক্ষণ শিবির। এদিন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধিদলটি এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিও ঘুরে দেখেন। এদিনই তাঁরা রায়না২ পঞ্চায়েত সমিতি এলাকা ঘুরে দেখেন। কিভাবে পঞ্চায়েত সমিতি কাজ করেবিভিন্ন সরকারী পরিকল্পনা রূপায়ণের কাজও তাঁরা খতিয়ে দেখেন। শনিবার সকালেই তাঁদের কালনা মহকুমায় হাটকালনা গ্রাম পঞ্চায়েতে যাবার কথাও রয়েছে। প্রবীরবাবু জানিয়েছে্নবিহার সরকারের প্রতিনিধিরা বাংলার এই পঞ্চায়েত পরিচালনার কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে নির্মল বাংলা১০০ দিনের প্রকল্পের মত কাজগুলি নিয়ে তাঁরা প্রশংসা করে গেছেন।

The Bihar government delegation visited Purba Bardhaman to find out how to manage the three-tier panchayat of West Bengal

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *