বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার রাতে বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে গেরুয়া বাহিনীর আক্রমণের শিকার হলেন সংস্কৃত কলেজের ছাত্র দেবাঞ্জন বল্লভ এবং তাঁর এক বান্ধবী। কলকাতার সংস্কৃত কলেজের ভাষা বিজ্ঞানের ছাত্র দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায়ের বাড়ি বর্ধমান শহরে। দেবাঞ্জনের অভিযোগ, এদিন সন্ধ্যে ৭ টা ১০-১৫ নাগাদ কলকাতা যাবার জন্য সে যখন বান্ধবীকে নিয়ে আলিশা বাসস্ট্যান্ডে বাসে উঠতে যায় সেই সময় অতর্কিতে তার ওপর হামলা চালায় জনা ছয়েক বিজেপি সমর্থক। ব্যাপক কিল চড় ঘুষি মারা হয়। দেবাঞ্জন জানিয়েছেন, এরপর একজন বিজেপির নেতা এসে হুমকি দিয়ে যায় বাবুল সুপ্রিয়কে মারার জন্য তাকে ছাড়া হবে না। উল্লেখ্য, সম্প্রতি যাদবপুরে এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বাম সমর্থক ছাত্ররা। সেই সময় ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফ্রন্টের সক্রিয় কর্মী দেবাঞ্জন বাবুল সুপ্রিয়কে নিগ্রহ করেন বলে অভিযোগ। ওই ঘটনায় রাজ্যপাল গিয়ে বাবুল সুপ্রিয়কে উদ্ধার করেন। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হৈচৈ শুরু হয়। যদিও দেবাঞ্জন ওই ঘটনার বিষয়ে জানিয়েছেন, তিনি আক্রমণ করেননি। যা হয়েছিল তা আত্মরক্ষার স্বার্থে। পরিকল্পনা করে মন্ত্রীকে আক্রমণ করা হয়নি। দেবাঞ্জনের অভিযোগ সেই ঘটনার জেরেই তার ওপর এদিন হামলা চালানো হয়। অভিযুক্তদের নাম জানতে না পারলেও হামলাকারীরা যে বিজেপি এবং এবিভিপি-র কর্মী-সমর্থক তা তাদের কর্মকান্ড দেখে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন দেবাঞ্জন। তিনি বুধবার রাতেই বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপি এবং এবিভিপি এই ঘটনা দায় অস্বীকার করে জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। উদ্দেশ্যমূলক ভাবে এটা রটানো হচ্ছে।
Tags Babul Supriya Sanskrit College Sanskrit College & University United Students' Democratic Front USDF
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …