বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঘর ভাঙার খেলা বাড়ছে। গোটা রাজ্যের বড় মাপের নেতৃত্বের দল বদলের পাশাপাশি জেলাস্তরেও চলছে একই ট্রাডিশন। বুধবারই বর্ধমা্নের আমড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুব্রত পাল বিজেপিতে যোগ দিয়েছেন সদলবলে। আর বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে বিজেপির বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভার বুথ সভাপতিদের সম্মেলন স্থলে যোগ দিলেন এস এফ আই–এর প্রাক্তন জেলা সহ সভাপতি সাধন দত্ত এবং প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী সহ প্রায় ৪০ জন। এদিকে, ঘোষণাই হয়নি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম। আর তাই সাথী হারা পাখির মতই এখন বিজেপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিনা প্রার্থীতেই প্রচার চালাচ্ছেন। মন ভেঙে যাওয়া কর্মীদের চাঙ্গা রাখতে চলছে দলীয় কর্মীদের নিয়ে ছোট ছোট সম্মেলনও। বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কার্জন গেটেও একটি পথসভার আয়োজন করে বিজেপির বর্ধমান জেলা কমিটি। বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেন, এদিন তৃণমূল থেকেও কয়েকজন যোগ দেন বিজেপিতে। উল্লেখ্য, এদিন বিজেপির এই সম্মেলন থেকে দলীয় কর্মী নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয় যাঁরা দলবদল করে আসছেন, দলে তাঁদের যোগ্য সম্মান দিতে হবে। অন্যদিকে, এদিন খণ্ডঘোষের তৃণমূলের দলীয় কর্মী সম্মেলনে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অসিত রুই দাসের নেতৃত্বে একদল সিপিএম সমর্থক। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন বাগ। উপস্থিত ছিলেন খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় প্রমুখরাও।
Tags BJP CPI(M) CPM Election Lok Sabha Election SFI tmc
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …